সিলেট জেলা ও মহানগর যুবদলের তফসিল ঘোষণা

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২২

সিলেট জেলা ও মহানগর যুবদলের তফসিল ঘোষণা

নিউ সিলেট রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তফসিল ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৮ আগস্ট) অলি চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়- আগামী ১০ সেপ্টেম্বর সিলেট রেজিস্ট্র্যারি মাঠে সিলেট জেলা যুবদলের সম্মেলন ও ১১ সেপ্টেম্বর মহানগর যুবদলের সম্মেলন শহীদ সোলেমান হলে অনুষ্টিত হবে। কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটি কর্তৃক ঘোষিত তারিখে নি¤েœ নীতিমালা অনুসারে নির্বাচন কমিশনার ভোট গ্রহণ করবেন।
নীতিমালা হলো- (১) প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট জেলা ও মহানগর শাখার কাউন্সিলর ও জাতীয়তাবাদী যুবদলের সাথে ৩ বৎসর সম্পৃক্ত থাকার সুস্পষ্ট প্রমাণ থাকতে হবে। (২) জেলা ও মহানগর শাখার সকল সদস্য ও জেলা শাখার অধিভুক্ত সকল ইউনিট যেমন-উপজেলা/থানা ও পৌর শাখার আহ্বায়ক থেকে ৩১ নং সদস্য পর্যন্ত কাউন্সিলর এবং মহানগর শাখার ওয়ার্ড সমূহের আহ্বায়ক থেকে ১১নং সদস্য পর্যন্ত কাউন্সিলর হবেন। (৩) প্রার্থী জেলা বা মহানগর শাখার কোনো পদে অধিষ্ঠিত থাকলে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে কাউন্সিল শেষ না হওয়ার পর্যন্ত তার পদের কার্যক্রম স্থগিত থাকবে। (৪) কোনো কাউন্সিলর জেলা বা ইউনিটে একাধিক পদ থাকলে তিনি এক ভোটের অধিকারী হবেন। নির্বাচনে জেলা ও মহানগরের ৩টি পদে ভোট গ্রহণ করা হবে। যেমন-সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
সিলেট জেলা ও মহানগর যুবদলের নির্বাচন পরিচালনার জন্য সিলেট জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী আশিকুর রহমান আসুককে প্রধান নির্বাচন কমিশনার করে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ ও ৩০ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২ হাজার টাকা প্রদান করে মনোনয়ন ফরম গ্রহণ করতে হবে। নির্বাচন কমিশনারের নিকট সভাপতি পদে মনোনয়ন ফি ৫০ হাজার টাকা, সাধারণ সম্পাদক পদে ৪০ হাজার ও সাংগঠনিক সম্পাদক পদে ৩০ হাজার টাকা নগদ প্রদান পূর্বক মনোনয়ন পত্র জমা প্রদান করতে হবে। আগামী ১ সেপ্টেম্বর সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র যাচাই-বাচাই ও প্রত্যাহারের সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়। ২ সেপ্টেম্বর থেকে গণসংযোগ প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে। দু’দিন ব্যাপী সম্মেলনের প্রথম দিনে সিলেট জেলা যুবদলের সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দ্বিতীয় দিন সিলেট মহানগর যুবদলের সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ও নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ এবং তথ্য গ্রহণের জন্য সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব (০১৭১১-৩৩৬৪১৬), সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক (০১৭৪৮-৪১৭৭৯৯) এবং সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য অলি চৌধুরী (০১৭১২-০৭৯৪৯৪), আলী আহমদ আলম (০১৭৭২-১৮১৫৭২), মকসুদুল করিম নুহেল (০১৭১৫-২৭২৮০২) এর কাছ থেকে সংগ্রহ করতে হবে।



This post has been seen 63 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১