অভিনেতা সাগর হুদা আর নেই

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২

অভিনেতা সাগর হুদা আর নেই

নিউ সিলেট ডেস্ক : অভিনেতা সাগর হুদা ইন্তেকাল করেছেন! ইন্না লিল্লাহি……….. ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। আজ বুধবার ভোরে কুষ্টিয়ায় ইন্তেকাল করেন। নিহতের বড় ভাই বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর সোয়া ৫টার দিকে মারা গেছেন বলে চিকিৎসকের বরাতে জানতে পেরেছি। সবাই সাগরের জন্য দোয়া করবেন।
২০১৩ সালে তানভীর হোসেন প্রবালের পরিচালনায় অএর গল্প দিয়ে টেলিভিশনে অভিনয় শুরু করেন সাগর হুদা। এরপর বান্নাহর পরিচালনায় অনেক নাটকে অভিনয় করেন তিনি। সর্বশেষ অভিনয় করেন ‘ও আমার বোন না’ শিরোনামের একটি নাটকে। সাগর হুদা অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে সাগর হুদা অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে- বেয়াইন আই লাভ ইউ, খটকা, হারাম, ন্যাপকিন, দ্য জু, সুইপারম্যান, শুক্রবার, আক্কেলসেলামি।



This post has been seen 211 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১