বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
আগামী দিনের বাংলাদেশ হবে মুক্ত, এটাই মূল লক্ষ্য: ফখরুল

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২

<span style='color:#ff0000;font-size:20px;'>বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ </span> <br/> আগামী দিনের বাংলাদেশ হবে মুক্ত, এটাই মূল লক্ষ্য: ফখরুল

নিউ সিলেট ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনবার রাষ্ট্রক্ষমতায় থাকা বিএনপি এমন একটি সময়ে ৪৪ বছরে পা রাখছে, যখন দলটি কঠিন সময় পার করছে। দলের অভ্যন্তরে নিরবচ্ছিন্ন প্রয়াস চলছে পুনরায় সঙ্ঘবদ্ধ হওয়ার। ‘দমন নীতি’র বিরুদ্ধে দাঁড়িয়ে একটি বৃহৎ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। টার্গেট আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রত্যাশা ‘আন্দোলন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন’ আদায়ের মধ্য দিয়ে জনগণের রাজনৈতিক ভাগ্য পরিবর্তনের।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ১৩ বছর ধরে একটা ফ্যাসিবাদী সরকারের রোষানলে আছি, তারা জোর করে ক্ষমতা দখল করে আছে। তারা এ দেশের মানুষের সব আশা-আকাংখা ও সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য এমন কোনো কাজ নেই যে তারা করছে না। এ কারণেই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বিএনপির জন্ম হয়েছে একটি ঐতিহাসিক মুহূর্তে, ইতিহাসের প্রয়োজনে। যখন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে, তখনই এই দলটি প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের সামনে একটা নতুন আশার আলো সৃষ্টি করতে পেরেছিলেন। এসময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়। আমরা আশা করছি, জনগণের ঐক্যবদ্ধ ও স্বতঃস্ফূর্ত সংগ্রামের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আগামী দিনের বাংলাদেশ হবে সম্পূর্ণভাবে গণতান্ত্রিক। বাংলাদেশ আগামী দিনের হবে মুক্ত, এটাই হচ্ছে বিএনপির মূল লক্ষ্য।
রাজনৈতিক পথচলা শুরু হয় বিএনপির চার দশক আগে। দীর্ঘ এই পথপরিক্রমায় দলটি বহুবার সীমাহীন প্রতিকূল পরিস্থিতিও মোকাবেলা করে। ২০০৭ সালে সেনাসমর্থিত ১/১১ সরকারের সময়ে দলটির ওপর যে মামলা, হামলা, জেল, জুলুম শুরু হয়েছিল তার ধারাবাহিকতা এখনো চলছে। দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার সংখ্যা এখন এক লাখেরও বেশি। বিএনপির দেয়া তথ্য অনুযায়ী, এসব মামলায় আসামি করা হয়েছে ৩৫ লাখেরও বেশি। ২০০৯ সালের জানুয়ারি মাস থেকে বর্তমান পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এদের বেশির ভাগই বিরোধী দলের নেতাকর্মী। এর বাইরে গুম হয়েছে পাঁচ শতাধিক।
রাজধানীতে দলটি রাজনৈতিক ভিত শক্ত করতে নতুন নেতৃত্ব নিয়ে আসা হয়েছে। মহানগরের সব ওয়ার্ড ও থানায় পর্যায়ক্রমে নতুন কমিটি গঠন প্রায় শেষের পথে। অঙ্গসংগঠনগুলো সাজানোর কাজও প্রায় শেষ। জেলা-উপজেলা পর্যায়েও সাংগঠনিক গতি ফিরিয়ে আনা হয়েছে। প্রায় সর্বত্র বাধা উপেক্ষা করেই নেতাকর্মীদের সরব উপস্থিতি মানুষের নজর কাড়ছে। সাংগঠনিক প্রস্তুতির পাশাপাশি রাজনৈতিক কলাকৌশল নির্ধারণের কাজেও দলটি ব্যস্ত সময় পার করছে। আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে বিরোধী দলগুলোকে সাথে নিয়ে একটি ‘যুগপৎ আন্দোলনের পথে দলটি’। এই লক্ষ্যে প্রতিটি দলের সাথে আলাদা বৈঠক শেষ করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।
বিএনপির নীতিনির্ধারকরা জানান, বিগত দুইটি জাতীয় নির্বাচনের ‘তিক্ত’ অভিজ্ঞতার আলোকে এবার আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় এজেন্ডা ইতোমধ্যে নির্ধারণ করে ফেলেছে। এর মধ্যে মূল ইস্যু নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার অর্থাৎ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না দলটি। একইসাথে দলটি ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার’ ইস্যু ছাড়া ভিন্ন কোনো ইস্যুতে আলোচনা কিংবা কোনো সংলাপে বসতেও রাজি নয়।
তারা বলেছেন, আগামীতে যতক্ষণ পর্যন্ত নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য না আসবে, বিএনপি ততক্ষণ পর্যন্ত কোনো আলোচনায় সাড়া দেবে না। বিএনপির বিশ^াস, আগামী নির্বাচন ২০১৪ ও ২০১৮ সালের মতো হওয়ার কোনো সুযোগ নেই।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার আগে রাষ্ট্রপতি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ফ্রন্ট গঠন করেন। জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে এলে তিনি বিএনপি গঠন করেন। তিনি দলের প্রথম চেয়ারম্যান ও অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী মহাসচিবের দায়িত্ব পালন করেন। অর্থনৈতিক উন্নয়ন, বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয় ঐক্য এবং জনগণের মধ্যে স্বনির্ভরতার স্বপ্ন জাগিয়ে তোলাই ছিল জিয়াউর রহমানের মূলমন্ত্র। এর ফলে দলটি প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই অভূতপূর্ব সাফল্য পায়। জিয়াউর রহমান স্বল্প সময়ের অক্লান্ত কর্মের মধ্য দিয়ে ছড়িয়ে পড়েন পুরো বাংলাদেশে। জাতীয়তাবাদী রাজনীতির সাথে ইসলামী মূল্যবোধের মিশ্রণ তার দলকে আরো জনপ্রিয় করে তোলে। তার ঘোষিত ১৯ দফাকে দল ও সরকার পরিচালনার ক্ষেত্রে ‘রাজনৈতিক দর্শন’ হিসেবেই আখ্যায়িত করা হয়। ১৯৮১ সালের ৩০ মে বিপথগামী কিছু সেনাসদস্যের হাতে জিয়াউর রহমান শাহাদতবরণের কিছু পর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে উত্থান ঘটে বেগম খালেদা জিয়ার।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। বাণীতে মির্জা ফখরুল দেশের বর্তমান এই ক্রান্তিকালে সবাইকে ঐক্যবদ্ধ থেকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করে। দেশবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে আজ দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ৩টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি এবং ২ সেপ্টেম্বর আলোচনা সভা। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে ভোরে দলীয় পতাকা উত্তোলন করা হবে। দিবসটি উপলক্ষে ইতোমধ্যে পোস্টার প্রকাশ করা হয়েছে।



This post has been seen 110 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১