প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে বাধা
নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২

<span style='color:#ff0000;font-size:20px;'>প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে বাধা </span> <br/> নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ১

নিউ সিলেট ডেস্ক : বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সকালে নারায়নগঞ্জে র‌্যালিতে অনুষ্ঠিত হয়। র‌্যালিতে পুলিশ বাধা দিলে শুরু হয় বিএনপি-পুলিশ সংঘর্ষ হয়। এসময় পুলিশ টিয়ারসেল ও গুলি চালায়। এতে শাওন (২৫) নামের এক কর্মী মারা যান। তিনি যুবদল কর্মী বলে জানা গেছে। এছাড়া, শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধসহ আহত হন।
শাওন যুবদলের কর্মী বলে বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
তিনি জানান, শাওন পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তিনি ফতুল্লা থানা যুবদলের কর্মী ছিলেন। এছাড়া, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যা নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে তিনি জানান।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন বিপুল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শাওনের বুকে একটি গুলির চিহ্ন রয়েছে। এছাড়াও সংঘর্ষে আহত হয়েছেন জেলা ছাত্রদল সহ-সভাপতি সাগর সিদ্দিকী, রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা সুলতান, বিএনপি নেতা কবীর শেখ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেক হোসেন, জেলা যুবদলের সদস্য সদচিব মশিউর রহমান রনি, ফরিদ হোসেন সিকদার, এড. শাখাওয়াত হোসেন সহ শতাধিক নেতাকর্মী।



This post has been seen 119 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১