প্রতিবন্ধীদের মধ্যে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২

প্রতিবন্ধীদের মধ্যে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ত্রাণ বিতরণ

নিউ সিলেট রিপোর্ট : বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে সমাজভিত্তিক প্রতিবন্ধী ও শিশু সুরক্ষা সংস্থা এবং রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সদর উপজেলা হল রুমে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সিলেট জেলা সদর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী ১’শ পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়।
বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বদিউল আলমের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হার্ভার্ড ল স্কুল প্রজেক্ট অন ডিজেবিলিটির অ্যাডভোকেসি ইনিশিয়েটিভস ডিরেক্টর হেজি স্মিথ, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু, সমাজভিত্তিক প্রতিবন্ধী ও শিশু সুরক্ষা সংস্থার সভাপতি কাজী মহসিন কবির দিদার।
সমাজভিত্তিক প্রতিবন্ধী ও শিশু সুরক্ষা সংস্থার সাধারণ সম্পাদক পল্লব সাহার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈম। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক ও প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতিবন্ধী মানুষ অবহেলিত বা সমাজের বোঝা নয়, তারা আমাদের প্রতিবেশী ও আপনজন। তাদেরকে সব সময় সহযোগিতা করা প্রত্যেকের দায়িত্ব। স্মরণকালের ভয়াবহ বন্যায় সবার মত প্রতিবন্ধী মানুষেরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী বানভাসি মানুষের সহায়তা নিয়ে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পাশে দাঁড়িয়েছে তা মহতি উদ্যোগ।



This post has been seen 78 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১