করোনা মোকাবিলায় এশিয়ায় প্রথম বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২

করোনা মোকাবিলায় এশিয়ায় প্রথম বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

নিউ সিলেট ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভৌগলিক কারণে বাংলাদেশ দুর্যোগপ্রবণ এলাকা। দুর্যোগের সঙ্গে যোগ হয়েছিল করোনা ভাইরাস। তবে আমরা সফলতার সঙ্গে এসব দুর্যোগ মোকাবিলা করেছি। করোনা মোকাবিলায় বাংলাদেশ পৃথিবীর মধ্যে পঞ্চম ও এশিয়ার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এসময় তিনি বলেন, বাংলাদেশের যেকোন প্রাকৃতিক দুর্যোগে রেডক্রিসেন্ট সোসাইটির বড় অবদান রয়েছে। আজ মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে করোনায় আক্রান্তদের মাঝে নগদ টাকা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ২০০ জন করোনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সাড়ে ৪ হাজার করে মোট ৯ লাখ টাকা নগদ বিতরণ করা হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মিজানুর রহমান, মানিকগঞ্জ ইউনিটের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন, নির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা উপস্থিত ছিলেন।



This post has been seen 113 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১