বঙ্গমাতা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২২

বঙ্গমাতা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউ সিলেট ডেস্ক : পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে সেতুটির উদ্বোধন ঘোষণা করেন। আজ রাত থেকে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
সেতুটির দুই প্রান্তে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা ও কাউখালী উপজেলার বেকুটিয়ায় দুটি প্যান্ডেল করে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিমসহ যোগ দেন সেতুর দুই প্রান্তের হাজারও মানুষ। এছাড়া, সেতুর উদ্বোধন উপলক্ষে সড়কের দুই পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে।
২০১৩ সালের ১৯ মার্চ পিরোজপুর শহরে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঁচা নদীর ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। এরপর সদর উপজেলার কুমিরমারা ও কাউখালী উপজেলার বেকুটিয়া প্রান্তকে সংযুক্ত করে কঁচা নদীর ওপর সেতু নির্মাণের জন্য ২০১৬ সালের এপ্রিলে বাংলাদেশ চীনের সাথে চুক্তি করে।
২০১৮ সালের ১ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের ৩১ জানুয়ারি।
চীন সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতায় তৈরি সেতুটির দৈর্ঘ্য ১ হাজার ৪৯৩ মিটার। মূল সেতুর দৈর্ঘ্য ৯৯৮ মিটার ও প্রশস্ত ১৩ দশমিক ৪০ মিটার।
২০২০ সালের প্রথম দিকে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় সেতুর নির্মাণ কাজ বিলম্বিত হয়। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ১৭তম ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড গত জুনে সেতুর নির্মাণ কাজ শেষ করে। এর ২ মাস পর এটি চলাচলের জন্য আজ রোববার খুলে দেওয়া হচ্ছে। তবে প্রথমে সেতুর নির্মাণ খরচ প্রায় ৮২২ কোটি ধরা হলেও, এটি নির্মাণে ৮৯৪ কোটি টাকার বেশি খরচ হয়েছে। প্রায় ৬৫৫ কোটি টাকা দিয়েছে চীন সরকার। সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত সেতুটিতে বাংলাদেশ সরকার খরচ করেছে ২৩৯ কোটি টাকার বেশি।



This post has been seen 118 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১