সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২২
নিউ সিলেট ডেস্ক : গাজী মাজহারুল আনোয়ার বাংলাদেশের একজন ‘কিংবদন্তি’ বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের একজন কিংবদন্তি, শুধু গীতিকার বললে ভুল বলা হবে। একজন সৃজনশীল শিল্পী, যার কলমে এদেশে সৃষ্টি হয়েছে অসংখ্য অসাধারণ গান, কবিতা। আমি কিছুটা আবেগ আপ্লুত। তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিলো অত্যন্ত ঘনিষ্ট। তিনি চলে গেছেন, আমি ঠিক মেনে নিতে পারছি না। আমরা একজন বিরল ব্যক্তিত্ব এবং অসাধারণ মেধাবী মানুষকে হারালাম।
আজ রোববার সকালে গুলশানে ইউনাইটেড হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এই কথা বলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, ‘পরম করুণাময় আল্লাহর কাছে এই দোয়া করি তাকে যেন বেহেশত নসিব করেন এবং তার পরিবার, অসংখ্য গুণগ্রাহীকে যেন এই শোক সহ্য করার শক্তি দেন।
তিনি বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তার গান ছিলো আমাদের কাছে সবচেয়ে অনুপ্রেরণার এবং পরবর্তী সময়গুলোতে তিনি হাজার হাজার গান লিখেছেন। আমরা জানি বিবিসির যে রেকর্ড সেখানে তিনি হচ্ছেন সেই মহান শিল্পী, সেই মহান লেখক, গীতিকার, যার গান সবচেয়ে বেশি আছে।’
উল্লেখ্য, গীতিকার, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক অসুস্থ গাজী মাজহারুল আনোয়ারকে আজ রোববার বারিধারার বাসা থেকে সকাল সাড়ে ৬টার গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৯ বছর। মৃত্যু সংবাদ পেয়েই উত্তরার বাসা থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব। তিনি মরহুমের ছেলে শরফরাজ মেহেদি উৎপলকে সান্ত্বনা দেন। এই সময় বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন এবং বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গাজী মাজহারুল আনোয়ারের স্ত্রী জোহরা গাজী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে রিটা রহমান যুক্তরাষ্ট্রে থাকেন। পরিবারের সদস্যরা জানান, তিনি বিকেলে দুবাই হয়ে দেশে ফেরবেন।
এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক মামুন আহমেদ জানান, বরণ্য শিল্পী গাজী মাজহারুল আনোয়ারকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি’র কাছে আবেদন করা হয়েছে। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বারিধারার বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সাত্বনা দেন। মরহুমের লাশ গুলশানের ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি