কয়েস সভাপতি ও শেমিম সম্পাদক
নগরির ২৫নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন সম্পন্নঃ কমিটি ঘোষণা

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২

নিউ সিলেট রিপোর্টঃ সিলেট নগরির ২৫নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। ৩ সেপ্টেম্বর শনিবার রাতে পলিটেকনিক্যাল রোডস্থ একটি অভিজাত কমিউনিটি সেন্টারে ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন নগর আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও পরিচালনা করেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২ জন করে প্রার্থীতা ঘোষণা করেন। পদ দু’টিতে একক প্রার্থীতা করার লক্ষ্যে সমঝোতা প্রচেষ্টা বিফল হওয়ায় আ’লীগের গঠনতন্ত্র মোতাবেক ওয়ার্ডের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের প্রক্রিয়া শুরু করা হয়।
সভায় উপস্থিত সম্মেলন উপ-কমিটি ও নগর আ’লীগের সিনিয়র সদস্য এ্যাডভোকেট কিশোর কুমার করকে নির্বাচন কমিশনার ও এ্যাডভোকেট সৈয়দ শামীমকে সহকারী নির্বাচন কমিশনার মনোনীত করে কাউন্সিলে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। সভাপতি প্রার্থী জাকির হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী সিটি কাউন্সিলর তাকবির হোসেন পিন্টু নির্বাচন প্রক্রিয়া বর্জন করে সমর্থকদের নিয়ে ব্যাপক গোলযোগের অপচেষ্টা করেন। কিন্তু নগর আ’লীগ নেতৃবৃন্দ কঠোর অবস্থানে থাকায় বর্জনকারীরা পরিস্থিতি নিজেদের অনুকূলে নিতে ব্যর্থ হয়ে কাউন্সিল অধিবেশন ত্যাগ করেন।
পরবর্তীতে দ্বিতীয় অধিবেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন ও ঘোষিত নির্বাচন কমিশনারদ্বয়সহ সাংগঠনিক উপ-কমিটির সকল সদস্যের ঐক্যমতের ভিত্তিতে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় একক প্রার্থী হওয়ায় আনসার আহমদ কয়েছকে সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ শেমিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। পরবর্তীতে ওয়ার্ড কমিটির অন্যান্য পদে মনোনীত নেতাদের নাম ঘোষণা করা হবে।



This post has been seen 277 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১