সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২
নিউ সিলেট রিপোর্টঃ সিলেটের বালাগঞ্জ উপজেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ টেন্ডার বয়কট করার আহবান জানিয়েছেন।
বাজার দরের সাথে সামঞ্জস্য না রেখে নতুন রেট সিডিউল-২০২২ প্রণয়ন এবং বর্তমান নির্মাণসামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৪সেপ্টেম্বর রোববার তারা এ আহবান জানান। সে সাথে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের সামনে নেতৃবৃন্দ মানববন্ধন করেন।
উপজেলা এলজিইডি কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাপতি এম.এ মতিন বলেছেন, বর্তমানে নির্মাণসামগ্রীর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু ঠিকাদারী কাজের সামগ্রীর দাম সরকারিভাবে নির্ধারণ করে দেয়া হয়। তার চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। একাজে অর্থ বরাদ্দ কমে ঠিকাদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দাম বৃদ্ধি পাওয়ায় পূর্বের কাজ শেষ করে দেয়া যাচ্ছে না। সাধারণ সম্পাদক মো. জুনেদ মিয়াসহ নেতৃবৃন্দ সভাপতির বক্তব্যের সাথে একমত পোষণ করেন।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক আহমদ, সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রেজোয়ান, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান রাসেল, কন্ট্রাকটর নয়ন তালুকদার, শাহজাহান, বদরুল ইসলাম প্রমুখ।
এদিকে, সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের টেন্ডার প্রক্রিয়ায় কোনো ঠিকাদারী প্রতিষ্ঠান অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার সমিতি সিলেট। ৪সেপ্টেম্বর রোববার সমিতির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত হয়।
সংগঠনের সভাপতি নিরেশ দাস ও সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের নির্মাণসামগ্রীর দামের উর্ধ্বগতিতে করণীয় বিষয়ে সম্মেলন হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কোনো টেন্ডার প্রক্রিয়া সমিতির অন্তর্ভূক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান নেবে না। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি