সাইফুর রহমানের মতো দূরদর্শী রাজনৈতিক বিরল : পংকী

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২

সাইফুর রহমানের মতো দূরদর্শী রাজনৈতিক বিরল : পংকী

নিউ সিলেট রিপোর্ট : সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, মরহুম এম. সাইফুর রহমান বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ, বিশ্ব ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। কিন্তু ব্যক্তি ও পারিবারিক জীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদামাটা। তিনি সর্বজনবিদিত সিলেট বিভাগ উন্নয়নের রুপকার ও বাংলাদেশের অর্থনীতির ভিত মজবুতের স্বপ্নদ্রষ্টা ও পথপ্রদর্শক। তিনি বলেন, তিনি এত বিশাল মাপের বিরল ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তাঁর মধ্যে অহংকারের ছোঁয়া ছিল না। তিনি বাংলাদেশের ইতিহাসের কিংবদন্তি ব্যক্তিত্ব, যার হৃদয় জুড়ে ছিল সিলেটবাসীর প্রতি উজার করা ভালোবাসা আর উন্নয়নের বিশালতা। তাই, তিনি সিলেটবাসী ও দেশবাসীর হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন ও থাকবেন। গতকাল সোমবার (৫ আগস্ট) নগরীর ভাতালিয়াস্হ মহানগর বিএনপির অস্হায়ী কার্যালয়ে মরহুম এম. সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সাবেক সভাপতি নাসিম হোসাইন, যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুদ্দোজা বদর, মহানগর বিএনপির সদস্য – জিয়াউল হক জিয়া, নুরুল আলম সিদ্দিকী খালেদ, সৈয়দ সাফেক মাহবুব, আক্তার রশীদ, মুকুল আহমদ মুর্শেদ, আবুল কালাম, মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজি, ৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কামাল মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মানিক মিয়া, ২৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক রেজাউর রহমান রুজন, ১১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক খসরুজ্জামান খসরু, হাবিব আহমদ চৌধুরী শিলু, শেখ কবির আহমদ, মামুন আহমদ মিন্টু, মুতাহির আলী মাখন।
সভার শুরুতে পবিত্র কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আফজাল উদ্দিন। সভা শেষে মরহুম এম. সাইফুর রহমানের আত্মার মাগফেরাত ও জান্নাতুল ফেরদাউস নসীবের সৌভাগ্য
কামনা করে দোয়া করা হয়।



This post has been seen 57 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১