সংবর্ধনা অনুষ্ঠানে
ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবো: আব্দুর রহিম

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২

<span style='color:#ff0000;font-size:20px;'>সংবর্ধনা অনুষ্ঠানে </span> <br/> ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবো: আব্দুর রহিম

নিউ সিলেট রিপোর্ট : সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আব্দুর রহিমকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ২ নং হলের দ্বিতীয় তলায় এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
সমিতির সহসভাপতি মোঃ এখলাছুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক বিজিত লাল তালুকদার এড. ও যুগ্ম সম্পাদক শাবানা ইসলাম এড. সঞ্চালনায় বিচারক মোঃ আব্দুর রহিম বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবো। ন্যায় বিচারের প্রত্যাশায় মানুষ যখন আদালত প্রাঙ্গণে আসে তখন আইনজীবীরা মানুষকে আইনী সেবা দিয়ে থাকেন। আইনজীবীদের এই সেবার মাধ্যমে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এড.। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন জি.পি. মোঃ রাজ উদ্দিন এড., মহানগর দায়রা জজ আদালতের পি.পি. নওশাদ আহমদ চৌধুরী এড., সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এড., মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পি.পি. সৈয়দ শামীম আহমদ এড., সাবেক সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম আশরাফ এড., মোঃ ফজলুল হক সেলিম এড., মোঃ আব্দুল কুদ্দুছ এড., হোসেন আহমদ এড.। উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র আইনজীবী মোঃ আখতার হোসেন খান এড., মোঃ আনোয়ার হোসেন এড., সহ সম্পাদক সাদিদুর রহমান রিপন এড., সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ সেলিম মিয়া এড., আব্দুল মুকিত এড., সাবেক সমাজ বিষয়ক সম্পাদক মোঃ আজিম উদ্দিন এড., আরিফ আহমদ এড., আব্দুল অদুদ এড., এডিশনাল পিপি. নাসির উদ্দিন এড., সাবেক যুগ্ম সম্পাদক মোস্তফা দেলোয়ার আল-আজহার এড., সাবেক লাইব্রেরী সম্পাদক মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এড.। পরে সংবর্ধিত অতিথিকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন সহসভাপতি মোঃ এখলাছুর রহমান এড. ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এড.। এর আগে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।



This post has been seen 62 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১