ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন : ডাঃ আজিজুর রহমান

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২

ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন : ডাঃ আজিজুর রহমান

নিউ সিলেট রিপোর্ট : অধ্যাপক ডাঃ আজিজুর রহমান বলেছেন, ডায়াবেটিস এমন একটি রোগ যা শরীরে বহু বছর থাকলেও বুঝা যায় না; কিন্তু তা দেহের স্তরে স্তরে আক্রমন করে শরীরকে নষ্ট করার কাজে নীরবে রত থাকে। ফলে মানুষ নানান রোগে আক্রান্ত হয়। আমরা যদি রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারি তা হলে যেকোন রোগকে প্রতিহত করা কোন ব্যাপারই নয়। তিনি বলেন, রক্তে সুগারের পরিমান বেড়ে যাওয়া মানেই ডায়াবেটিস। তাই আমাদের শপথ নেওয়া উচিত, নিয়ম-শৃংখলা মাফিক জীবন যাপন, পরিমিত আহার গ্রহণ, নিয়মিত ব্যায়াম। যেভাবেই হোক রক্তের সুগারকে আমরা নিয়ন্ত্রণে রাখবো। রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন। পরিমিত আহার গ্রহণ ও ব্যায়াম করার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রন করে সুস্থ জীবন যাপন করতে পারলে ডাঃ ইব্রাহিমের আত্মা শান্তি পাবে। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিলেট ডায়াবেটিক সমিতির সভাকক্ষে জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিমের ৩৩তম মৃত্যু বার্ষিকী ও ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানটি সিলেট ডায়াবেটিক সমিতি আয়োজন করে।
সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের অফিস সহকারী মোঃ লিয়াকত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক লোকামান আহমদ, জীবন সদস্য ও কলামিষ্ট সাংবাদিক আফতাব চৌধুরী, এড. এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, মো: বশিরুল হক, হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা: আলাউদ্দিন আহমেদ, ডা: প্রণবেন্দু দেব রায়, কে এ কিবরিয়া চৌধুরী, মো: বদরুদ্দোজা বদর প্রমূখ।
আলোচনা সভা শেষে ডাঃ ইব্রাহিম বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সিলেট কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মৌলানা মোঃ শাহ আলম ।
এদিকে, ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে সকাল ১০টা থেকে হাসপাতাল প্রাঙ্গণে আগত রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরিক্ষা করা হয়। জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম’র ৩৩তম মৃত্যু বার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষ্যে বিনামূল্যে ডায়াবেটিক সনাক্তকরণ কর্মসূচীর উদ্বোধন করেন সমিতির কার্যনির্বাহী সদস্য ও কলামিষ্ট সাংবাদিক আফতাব চৌধুরী। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেন সিলেট কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মৌলানা মোঃ শাহ আলম।
উল্লেখ্য, Discipline, Diet & Drug এই ৩টি জিনিস ঠিক রাখলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম নির্ণয় করেন।



This post has been seen 62 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১