সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ

নিউ সিলেট রিপোর্ট : নিম্নতম মজুরি বোর্ড গঠন করে বাজারদরের সাথে সংগতি রেখে মজুরি নির্ধারণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তাসহ নানা দাবিতে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সামাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির উদ্যেগে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কদমতলি পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হুমায়ুন রশিদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনছার আলীর পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: ছাদেক মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ন সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদল নেতা শুভ আজাদ শান্ত, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুমিন রাজু, শাহপরান থানা কমিটির সভাপতি জয়নাল মিয়া, জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, বাবনা আঞ্চলিক কমিটির সভাপতি শাহিন মিয়া, চন্ডিপুল আঞ্চলিক কমিটির সভাপতি মহিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, হোটেল সেক্টর বাংলাদেশের অর্থনীতীতে একটি গুরুত্বর্পূণ ভূমিকা পালন করে। এ খাতে প্রায় ৩০ লক্ষাধিক শ্রমিক কর্মরত এবং তাদের উপর নির্ভরশীল রয়েছে তাদের পরিবারসমূহ। ফলে প্রত্যক্ষ-পরোক্ষভাবে এ খাতের উপর নির্ভরশীল হয়ে জীবন-জীবিকা নির্বাহ করছে দেশের মোট জনসংখ্যার একটি বৃহৎ অংশ। অথচ এ খাতের মালিকদের শুধু মুনাফা কেন্দ্রীক চিন্তা-ভাবনা এবং শ্রমকদের দায়িত্ব গ্রহণ না করার মানসিকতার কারণে এ সেক্টরে কর্মরত শ্রমিকদের জীবনযাপন আজ অনিশ্চয়তায় পড়েছে। বক্তারা বাজারদরের সাথে সংগতি রেখে অবিলম্বে হোটেল শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি ঘোষণা এবং নতুন মজুরি কার্যকর না হওয়া পর্যন্ত মহার্ঘ্য ভাতা ও রেশনিং ব্যবস্থা চালুর আহবান জানান। পাশাপাশি রাজধানীর চকবাজারে বরিশাল হোটেলে অগ্নিদগ্ধ ৬ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট সকল দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, নিহত প্রত্যেক শ্রমিক পরিবারকে তাদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণের দাবি জানান। একই সাথে শ্রমিকদের জন্য নিরাপদ আবাসন ব্যবস্থাসহ কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসন ব্যবস্থা নিশ্চয়তার দাবিতে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহবান জানান।



This post has been seen 68 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১