লাক্কাতুরা ও খান বাগানের চা শ্রমিক ফেডারেশনের কমিটি গঠন

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২

লাক্কাতুরা ও খান বাগানের চা শ্রমিক ফেডারেশনের কমিটি গঠন

নিউ সিলেট রিপোর্ট : সিলেটের লাক্কাতুরা ও খান বাগানের চা শ্রমিক ফেডারেশনের কমিটি গঠন করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর পৃথক দুই অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। সকাল ১০ টায় খান চা বাগানে ও সন্ধ্যা ৬টায় লাক্কাতুরা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খান চা বাগানে পঞ্চমী লোহারকে আহবায়ক করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং লাক্কাতুরা চা বাগানে হৃদয় লোহারকে আহবায়ক ও রাখাল লোহারকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা কমরেড উজ্জল রায়, সিলেট জেলা সদস্য প্রসেনজিৎ রুদ্র, সংগঠন জেলা সংগঠক বিরেন সিং ও অজিত রায়।
সভায় বক্তারা বলেন, চা শ্রমিকরা দৈনিক মজুরি ৩০০ টাকা করাসহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ১৯ দিনব্যাপী এক লড়াকু মানসিকতায় আন্দোলন করেছে ও সাময়িক বিজয় অর্জিত হয়েছে। কিন্তু ১৯ দিনের এই আন্দোলন চলাকালীন সময়ে শ্রমিকদের পুর্নাঙ্গ বেতন ও রেশন মালিকপক্ষ এখনও প্রদান করে নি যা অন্যায়, প্রতারনার শামিল এবং শ্রম আইনের পরিপন্থী। অন্যদিকে চুক্তি বিলম্বিত সময়কালীন এরিয়ার বিলও দেয়া হয় কয়েক দফায় তাও আবার শুধুমাত্র স্থায়ী শ্রমিকদের। যাতে থাকে শ্রমিক ঠকানো মালিকের ফাকিবাজির হিসাব। আমরা এই এরিয়ার বিল স্থায়ী ও অস্থায়ী সকল শ্রমিকদের প্রদান ও অবশ্যই এককালীন পরিশোধের দাবি জানাই। তাই আমরা মনে করি আন্দোলনের পূর্নাঙ্গ বিজয় অর্জিত হয় নি।তাই পুর্নাঙ্গ বিজয় অর্জন করতে হলে আগষ্টের এই আন্দোলনের চেতনায় শানিত হয়ে যথাসময়ে চুক্তির মাধ্যমে মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ভূমি অধিকার, রেশন বৃদ্ধি, চিকিৎসাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন জোরদার করতে হবে। চা শ্রমিকদের ঐক্যকে সুসংগঠিত করে সেই আন্দোলন সঠিকভাবে আপষহীন ধারায় শক্তিশালী করতে এই নতুন নেতৃত্ব সামনের দিনে ভুমিকা রাখবে।



This post has been seen 69 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১