প্রাকৃতিক বিপর্যয় ভুল পরিকল্পনা ও দুর্নীতির কারণে সৃষ্ট : রতন

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২

প্রাকৃতিক বিপর্যয় ভুল পরিকল্পনা ও দুর্নীতির কারণে সৃষ্ট : রতন

নিউ সিলেট রিপোর্ট : বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেছেন, বন্যা প্রাকৃতিক কিন্তু বিপর্যয় ভুল পরিকল্পনা ও দুর্নীতির কারণে সৃষ্ট বলে অভিযোগ করে, হাওর সহ প্রকৃতি বিনাশী কর্মকান্ড রুখে দাঁড়াতে হবে। গতকাল শনিবার সকাল ১১টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ সুলেমান হলে বাসদ সিলেট জেলা শাখা আয়োজিত ‘সিলেটের বন্যা সমস্যার কারণ, প্রভাব ও করনীয়, শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি একথা বলেন।
বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় রাজেকুজ্জামান রতন বলেন, বন্যা প্রাকৃতিক কিন্তু বিপর্যয় ভুল পরিকল্পনা ও দুর্নীতির কারণে সৃষ্ট। বন্যা ব্যবস্থাপনার জন্য পরিবেশ প্রতিবেশ রক্ষা করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। রাষ্ট্রের উন্নয়ন দর্শন পরিবেশ বিনাশী, তাই পরিবেশের বিপর্যয় ঘটিয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন প্রকল্প তৈরি করেছে। তিনি বলেন, ভারত থেকে আসা ৫৪ নদীর পানির সুষ্ঠু বন্টন নীতির বাস্তবায়ন না করা, নদী গুলোর নাব্যতা কমে ভরাট হয়ে যাওয়া, সরকারের অপরিকল্পিত রাস্তা ঘাট নির্মাণ ও অপরিকল্পিত উন্নয়ন সিলেট অঞ্চলে ঘন ঘন বন্যা হচ্ছে। সভায় ধারণাপত্র উপস্থাপন করেন শাবিপ্রবির সহকারী অধ্যাপক মোহাম্মদ শাকিল ভূইয়া। অন্যানের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন, টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন সিলেট এর আহ্বাযক এড. বেদানন্দ ভট্টাচার্য, শাবিপ্রবি পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, বাসদ কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য নিখিল দাস, মৌলভীবাজার জেলা বাসদের সমন্বয়ক এড. মঈনুর রহমান মগনু, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক উজ্জ্বল রায়, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, জাসদ জেলা সাধারণ সম্পাদক কে.এ.কিবরিয়া, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন।



This post has been seen 62 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১