সিলেট জেলা যুবদলের সম্মেলন সম্পন্ন; সভাপতি মুমিন ও সম্পাদক মকসুদ

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২

সিলেট জেলা যুবদলের সম্মেলন সম্পন্ন; সভাপতি মুমিন ও সম্পাদক মকসুদ

নিউ সিলেট রিপোর্ট : সিলেট জেলা যুবদলের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এড. মুমিনুল ইসলাম মুমিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মকসুদ আহমদ। গতকাল শনিবার সিলেট জেলা যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। দুই পর্বের অনুষ্ঠানে প্রথম দফায় সম্মেলনে আগত কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। পরে বিকেল ৩টার দিকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এড. আশিক উদ্দিন আসুক।
সিলেট জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মুমিন ৩১৭ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এড. সাঈদ আহমদ পেয়েছেন ১৩৩ ভোট। এছাড়া অপর প্রার্থী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আহমদ চমন পেয়েছেন ৫৯ ভোট। আর ২৮৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মকসুদ আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার পেয়েছেন ১৯৪ ও সাবেক সহসভাপতি লিটন আহমদ ২৭ ভোট।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা যুবদলের সম্মেলনের উদ্বোধনে কেন্দ্রীয় বিএনপি ও যুবদলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সম্মেলনে ভার্চুয়ালী যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদি লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. এমরান আহমদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মামুন হাসান।



This post has been seen 70 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১