সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২
নিউ সিলেট রিপোর্ট : সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-চট্ট-২১৭৪)-এর ৭ম ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গ্রহণের জন্য নগরির বঙ্গবীর রোডস্থ ইউনিয়নের প্রধান কার্যালয়ে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এবারের নির্বাচনে ইউনিয়নের মোট ভোটার ৫০৩ জন। ১১টি পদের মধ্যে সভাপতি পদে বর্তমান সভাপতি, প্রবীণ শ্রমিক নেতা মনির হোসেন, সাধারণ সম্পাদক পদে সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাধারণ সম্পাদক পদে বর্তমান সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ এবং প্রচার সম্পাদক পদে বর্তমান প্রচার সম্পাদক গোলাপ খান ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
বাকি পদগুলোর মধ্যে সহ-সভাপতির ১টি পদে আইয়ুব আলী (ছাতা প্রতীক) ও কাওছার আহমদ (আম), সাংগঠনিক সম্পাদকের ১টি পদে মোঃ জলিল (ফুটবল), আলমগীর হোসেন (মই) ও রাজু আহমদ (মোমবাতি), অর্থ সম্পাদকের গুরুত্বপূর্ণ ১টি পদে বর্তমান অর্থ সম্পাদক ইকবাল হোসেন (তালাচাবি) ও আব্দুল করিম লুকু (বালতি), দফতর সম্পাদকের ১টি পদে রোমান হোসেন (কলম) ও রমিজ আলী (ডাব), লাইন সম্পাদকের ১টি পদে নুরুল হুদা রুবেল (হাঁস) ও কবির খান (টিয়া পাখি) এবং নির্বাহী সদস্যের ২টি পদে মজনু মিয়া (টিউবওয়েল), জমির হোসেন (বাস), ইমান আলী (ঘুড়ি) ও আলমগীর হোসেন (টেলিভিশন) একে অপরের প্রতিদ্বন্ধিতায় নেমেছেন।
এদিকে, নির্বাচন পরিচালনার লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ ট্যাংক লরি শ্রমিক ফেডারেশনের সভাপতি হাজী মোঃ শাহজাহান ভূঁইয়াকে। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন- প্রবীণ শ্রমিক নেতা ফারুক আহমদ, কাপ্তান মিয়া, মনির হোসেন ও মখতাজিল আলী। নির্বাচন কমিশনের সাচিবিক দায়িত্বে রয়েছেন ইউনিয়নের প্রধান অফিস সহকারী রকিব হাসান ও অফিস সহকারী রাজীব শিকদার।
এদিকে, গতকাল শনিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন প্রার্থীরা নিজেদের কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। আজ রোববার বিকেলে প্রার্থীতা প্রত্যাহারের পর প্রতিদ্বন্ধী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এরপর থেকেই শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। প্রতীক পাওয়ার পরপরই তারা মাঠে নেমে পড়েছেন। নির্বাচনী প্রচারণায় ইউনিয়নের প্রধান কার্যালয়সহ পুরাতন স্টেশন রোডস্থ যমুনা অয়েল কোম্পানি ও পদ্মা অয়েল কোম্পানির ডিপো এবং মোগলাবাজারস্থ মেঘনা পেট্রোলিয়াম লিঃ-এর ডিপো প্রাঙ্গনে বইছে উৎসবের আমেজ। এখন ফল প্রকাশের অপেক্ষায় আছেন কারা আসছেন সংগঠনের আগামী নেতৃত্বে?
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি