জাগো সিলেট আন্দোলন’র সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২২

জাগো সিলেট আন্দোলন’র সভা অনুষ্ঠিত

নিউ সিলেট রিপোর্ট : সিলেট মহানগরীর অবৈধ ছড়া-খাল উদ্ধারের দাবী জানিয়েছে সভা করেছে জাগো সিলেট আন্দোলন। সামান্য বৃষ্টিতে নগরীর বাসা,বাড়ি, দোকানপাটে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণ উদঘাটনে সিসিক কর্তৃপক্ষকে আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে জাগো সিলেট আন্দোলনের মেন্দিবাগস্থ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ দাবী জানান।
জাগো সিলেট আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিন আলো’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফি উদ্দিন রুকনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আব্দুর রহিম, সম্রাজ মিয়া, আরিফ মিয়া, রেজওয়ান আহমদ রাকিন, মিজানুর রহমান ইয়াসিন, নাসির বক্স, জাহাঙ্গীর আলম, মো: আব্দুর রব, মো: দুখু মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিলেটে অতীতেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে বর্তমানের মতো জলাবদ্ধতা হয়নি। কিন্তু এখন অল্প বৃষ্টি হলেই মানুষের বাসা, বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। ভোগান্তি পোহাতে হচ্ছে নাগরিককে। বক্তারা সিসিক মেয়রের অপরিকল্পিত উন্নয়নকে দায়ী করে বলেন, একটি কাজ শেষ না হতেই অন্য একটি কাজ শুরুর কারণেই মানুষকে জলাবদ্ধতার শিকার হতে হচ্ছে। বক্তারা নগরীর বিভিন্ন ওয়ার্ডের ছড়া, খালের ময়লা আবর্জনা অপসারণে ও মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাউন্সিলরদের সম্বনয়ে তদারকি কার্যক্রম বৃদ্ধির আহ্বান জানান।



This post has been seen 57 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১