সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২২
সভাপতি ছয়েফ, সম্পাদক জগলু
নিউ সিলেট রিপোর্ট : সিলেট মহানগর আ’লীগের আওতাধীন ২৭ নম্বর ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে ২৭ নম্বর ওয়ার্ড আ’লীগের উদ্যোগে গোটাটিকর সুন্দরবন কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৭ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন ইরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ছয়েফ খানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গত ১৪ বছরে জননেত্রী শেখ হাসিনা দেশকে অনেক দূর নিয়ে গেছেন। স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়িত হয়েছে। চট্টগ্রামে কর্ণফুলি টানেলে কাজ চলছে। মেট্রোরেল বাস্তবায়িত হচ্ছে। আরও অনেক উন্নয়ন সাধিত হচ্ছে। যা জননেত্রী শেখ হাসিনার সূদুরপ্রসারী নেতৃত্বের ফসল। তিনি বলেন, গত করোনাকালীন সময়ে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর শক্তীশালি নেতৃত্বের কারণে দেশে এক জন মানুষও না খেয়ে মারা যায় নি। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার সাড়ে তিন বছরের মাথায় আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হারিয়েছিলাম। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশকে পিছিয়ে নেওয়ার অপচেষ্টা করা হয়েছিলো। বঙ্গবন্ধু যে কাজ করতে চেয়েছিলেন তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মাসুক উদ্দিন আহমদ আরো বলেন, আজ ২৭ নম্বর ওয়ার্ড আ’লীগের সম্মেলন দীর্ঘ ৯বছর পরে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে সুন্দর ও সুশৃঙ্খলতার মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। এসময় তিনি বলেন, যে জাতি যত বেশি সুশৃঙ্খল সে জাতি তত বেশি সমৃদ্ধ। সংগঠনকে সুসংগঠিত করার মাধ্যমেই এগিয়ে যেতে হবে।
তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, আজকের সম্মেলনে নেতৃবৃন্দ নির্বাচন আপনাদের পরামর্শেরই করবেন। তৃণমূল সুসংগঠিতের মাধ্যমেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা ঐক্যবদ্ধ হলে আ’লীগকে ষড়যন্ত্র করে কেউ হঠাতে পারবে না। ঐক্যবদ্ধ আ’লীগ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার টেকসই উন্নয়নের সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করবো। প্রধান বক্তার বক্তব্য রাখেন, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, মহানগর আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান কামরান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, মহিলা বিষয়ক সম্পাদক আছমা বেগম, সাংগঠনিক সম্পাদক এড. সৈয়দ শামীম আহমদ, কার্যনির্বাহী সদস্য আজম খান, সাব্বির খান, আবুল মহসিন চৌধুরী মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন কয়েস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বিজিত চৌধুরী, হাজী হেলাল বক্স, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য এডভোকেট কিশোর কুমার কর, এমরুল হাসান, সুদীপ দে, তৌফিক বক্স লিপন, খলিল আহমদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, জুমাদিন আহমদ, ইলিয়াস আহমেদ জুয়েল, জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, কুচাই ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দ আব্দুর রব হাজারি, আনসার আহমদ কয়েছ, সোয়েব বাসিত, শেখ সোহেল আহমদ কবির, সেলিম আহমদ সেমিম, এম.এ ইসলামসহ ওয়ার্ড আ’লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মহানগর আ’লীগের সভাপতি মাসুক উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের পরিচালনায় আ’লীগের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরবৃন্দের মতামতের ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওয়ার্ডের সভাপতি নির্বচিত হয়েছেন মো. ছয়েফ খান এবং কাউন্সিলাদের ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গুলজার আহমদ জগলু। ৬৩ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। এর মধ্যে সাধারণ সম্পাদক গুলজার আহমদ জগলু পেয়েছেন ৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীন আহমদ পেয়েছেন ২১ ভোট ও জুয়েল আহমদ ৬ ভোট।
প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যেকোন ত্যাগ শিকার করেতে প্রস্তুত। প্রধানমন্ত্রী ও আ’লীগের সভানেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমাতায় রাখতে কেন্দ্রের যে নির্দেশ আসবে, তা পালনে আমরা ঐক্যবদ্ধভাবে তা পালন করবো। এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন মজিদ থেকে তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি