সিলেটে কর্মী সমাবেশে
স্বেচ্ছাসেবক দলকে রাজপথ দখলে নিতে হবে : এস এম জিলানী

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২২

<span style='color:#ff0000;font-size:20px;'>সিলেটে কর্মী সমাবেশে </span> <br/> স্বেচ্ছাসেবক দলকে রাজপথ দখলে নিতে হবে : এস এম জিলানী

নিউ সিলেট রিপোর্ট : স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী বলেছেন, গনতন্ত্র ও ভোটাধিকার হরনকারীনী নিশিরাতের অবৈধ প্রধান মন্ত্রী শেখ হাসিনার পতন ঘটাতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথ দখলে নিতে হবে। ইনশাআল্লাহ খেলা হবে, সেই খেলায় বিএনপি বিজয়ী হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে অবরুদ্ধ গনতন্ত্র ও লুণ্ঠিত ভোটাধিকার পুনরুদ্ধার হবে। তিনি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের যেকোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকার আহবান জানান। গতকাল মঙ্গললবার রাতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে ও সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খানের পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। তিনি বলেন, ঐক্য ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই। সিলেটের স্বেচ্ছাসেবক দলকে ছোট খাটো মতপার্থক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিবাদের বিরোদ্ধে লড়াই করেই বিজয় অর্জন করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ফরহাদ চৌধুরী শামীম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, সদস্য সচিব আজিজুল হুসেন আজিজ, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, তানভীর চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী, আবু আহমদ আনসারী, লোকমানুজ্জামান লোকমান, আব্দুর রউফ ,ইমাম উদ্দিন, রুনু আহমদ, সৈয়দ সরোয়ার রেজা, এমদাদ বক্স, রজব আহমদ, জাহাঙ্গীর মিয়া, আনোয়ার হোসেন খান, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব তপু আহমদ খান, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদস্য সচিব নুরুল আমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, সদস্য সচিব জুয়েল আহমদ, যুগ্ম আহবায়ক রুহেল আহমদ, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবুল আহমদ, সদস্য সচিব দেলোয়ার হোসেন মুকিত, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাওসার খান,সদস্য সচিব আশিকুর রহমান রানা, বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদুল হক সুৃমন, সদস্য সচিব আবেদ আহমদ, গোলাপগঞ্জ পৌর সদস্য সচিব তাজ উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজাল আহমদ, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সামসুল ইসলাম লেইছ, জকিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহেদুজ্জামান সাহেদ, কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমদ, সদস্য সচিব আমিনুল ইসলাম আমিন, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, কোম্পানিগন্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন, সদস্য সচিব এড. আব্দুল্লাহ আল হেলাল প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আজিজুর রহমান আজিজ।



This post has been seen 67 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১