সিলেট জেলা ও মহানগর বিএনপির নিন্দা

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২২

সিলেট জেলা ও মহানগর বিএনপির নিন্দা

নিউ সিলেট রিপোর্ট : সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কোন ধরনের মামলা ছাড়াই ভোর রাতে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে সিলেট জেলা যুবদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তারা বলেন, ৪টার দিকে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও এলাকায় তার নিজ বাড়ি থেকে স্টিলের দরজা ভেঙ্গে মকসুদকে তুলে নিয়ে যায় আইন শৃংখলা বাহিনী। অবিলম্বে তাকে আদালতে প্রেরণ করার দাবী জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. এমরান আহমদ চৌধুরী।
তারা আরো বলেন, গণতান্ত্রীক আন্দোলনে রাজপথে সরব থাকা সিলেট জেলা যুবদলের নব নির্বচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে ভোররাতে নিজ বাড়ির দরজা ভেঙ্গে আইন শৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন।
এদিকে, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে সরব থাকা নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে ভোররাতে বাড়ির দরজা ভেঙে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের চুড়ান্ত নগ্নরুপ। এমন ন্যাক্কারজনক ঘটনায় আমরা চরমভাবে উদ্বিগ্ন।
তারা বলেন, মকসুদ সবকটি মামলায় জামিনে রয়েছেন। তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানাও নেই। তারা অবিলম্বে তুলে নেওয়া যুবদল নেতা মকসুদ আহমদকে আদালতে প্রেরণের জোর দাবি জানান।



This post has been seen 61 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১