আগামী বছর এসএসসি ও এইচএসসি সময়ের এক মাস পেছাতে পারে

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২২

আগামী বছর এসএসসি ও এইচএসসি সময়ের এক মাস পেছাতে পারে

নিউ সিলেট ডেস্ক : আগামী বছরের এসএসসি ও এইচএসসি সময়ের চেয়ে এক মাস পেছাতে পারে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি তপন কুমার সরকার। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, আগামী বছরের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু না হয়ে এক মাস পেছাতে পারে। তেমনি এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু না হয়ে মাসখানেক পেছাতে পারে। এরপর থেকে আগের সময়ের মতোই এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে। এসময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক সাংবাদিকদের বলেন, সারা দেশে এসএসসি পরীক্ষা হচ্ছে। পরীক্ষা নিয়ে কোনো সমস্যার কথা শোনা যায়নি। এসময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদও উপস্থিত ছিলেন।



This post has been seen 198 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১