সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২২
নিউ সিলেট ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানা গেছে। তাকে বহনকারী গাড়ির সাথে ব্যক্তিগত অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তবে, তার কোন আঘাত গুরুতর নয়।
বিষয় নিশ্চিত করে আজ বৃহস্পতিবার সকালে জেলেনস্কির মুখপাত্র মুখপাত্র সের্গি নিকিফোরভ এক বিবৃতিতে জানান, কিয়েভে একটি ব্যক্তিগত গাড়ির সাথে প্রেসিডেন্টকে বহনকারী ও তার এসকর্ট গাড়ির সংঘর্ষ হয়। তার সাথে থাকা চিকিৎসক দল ব্যক্তিগত গাড়ির চালককে জরুরি চিকিৎসা দিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। পরে প্রেসিডেন্টের শারিরীক পরীক্ষা করা হলে তেমন কোনো আঘাত পাননি চিকিৎসক। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন ঘটনা খতিয়ে দেখছে।
এদিকে, দুর্ঘটনা থেকে ফেরার পর পরই প্রেসিডেন্টের নৈশকালীন ভাষণ প্রচার করা হয়। এসময় জেলেনস্কি বলেন, তিনি কেবলই খারকিভ থেকে ফিরেছেন। প্রায় পুরো অঞ্চলটি রুশ সৈন্যদের কবল থেকে পুনরুদ্ধার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি