কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২২

কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ

নিউ সিলেট রিপোর্ট : সিলেট জেলা যুবদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং মুক্তি দাবী জানিয়েছে কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও সিলেট বিভাগের টিম লিডার শহীদ উল্লাহ তালুকদার এবং বিভাগীয় সহ সভাপতি আনসার উদ্দিন বলেন, আ’লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। সেজন্য বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে নির্যাতনের চরম পদক্ষেপ গ্রহণ করেছে। এসব করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।
তিনি আরো বলেন, জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা ও সরকারকে খুশি করার জন্য প্রশাসন এ ধরনের কার্যকলাপ করে যাচ্ছে। যতদিন জাতীয়তাবাদী শক্তি বেঁচে থাকবে, কোন অপশক্তিই আমাদের দমিয়ে রাখতে পারবে না। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের নামতে হবে। নেতৃবৃন্দ অবিলম্বে জেলা যুবদল সাধারণ সম্পাদক মকসুদ আহমদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।



This post has been seen 71 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১