সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২
নিউ সিলেট ডেস্ক : গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনি (৩২) গুরুতর আহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। এর মধ্যে রনি ও একজন কনস্টেবল মো. জিল্লুর রহমান (৩১) অবস্থা আশঙ্কাজনক। তাদের দু’জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, গাজীপুরে একটি অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হয়ে আবু হেনা রনির শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া কনস্টেবল মো. জিল্লুর রহমানের শরীরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গাজিপুর জেলা পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উদ্বোধনের জন্য প্রধান অতিথির হাতে বেশ কিছু বেলুন উড়িয়ে দেওয়ার জন্য দেওয়া হয়। কিন্তু বারবার চেষ্টা করলেও বেলুনগুলো উড়ছিল না। পরে কয়েকজন পুলিশ সদস্য এসে বেলুন মঞ্চের পেছনে নিয়ে যান। এসময় পায়রা উড়িয়ে স্বরাষ্ট্রামন্ত্রীসহ অন্য অতিথিরা অনুষ্ঠানের মূল মঞ্চে চলে যান। কিছু সময় পর কয়েকজন পুলিশ সদস্য বেলুন বিক্রেতাকে বকাঝকা করলে বেলুন বিক্রেতা নিজেই বেলুনে আগুন লাগিয়ে ওড়ানোর চেষ্টার করেন। এ সময় বিস্ফোরণ ঘটে। এতে পাশে বসে থাকা কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ ৫ জন দগ্ধ হন। দগ্ধ অন্যরা হলেন- মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজিপুর জেলা পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনের অনুষ্ঠান উদ্বোধনের জন্য প্রধান অতিথির হাতে বেশ কিছু বেলুন উড়িয়ে দেওয়ার জন্য দেওয়া হলে বেলুন গুলো উড়ছিলো না। এসময় পায়রা উড়িয়ে অতিথিরা অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে কয়েকজন পুলিশ সদস্য বেলুন বিক্রেতাকে বললে নিজেই বেলুনে আগুন লাগিয়ে ওড়ানোর চেষ্টার করেন। এ সময় বিস্ফোরণ ঘটে। এতে পাশে বসে থাকা কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ ৫ জন দগ্ধ হন। এ ঘটনা তদন্তে জিএমপির ডিসি (অপরাধ-উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমানকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি