সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২
নিউ সিলেট রিপোর্ট : সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেদ আহমদ বলেছেন,‘রাষ্ট্রক্ষমতায় আজ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। তবুও দেশে মুক্তিযুদ্ধের আদর্শ ভূ-লুণ্ঠিত। এর কারণ কথিত চেতনার সাথে চলমান রাজনীতির বিস্তর ফারাক। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতার লোভে বারবার বোল পাল্টে ফেলে দেশকে আজ ধ্বংসের চরম পর্যায়ে নিয়ে গেছে। তাঁরা ভয়ে অসহিষ্ণুতার নীতি গ্রহণ করেছেন। অনৈতিকতার বিরুদ্ধে কেউ কথা বলছেন না। দেশে আজ মানুষ গায়েব হয়ে যাচ্ছে। তিনি বলেন, সামাজিক শক্তির অন্যতম দায়িত্ব রাষ্ট্রকে চাপ প্রয়োগ করতে হবে, জবাবদিহির আওতায় আনতে হবে। এ জন্য সম্মিলিত শক্তির উদ্ভব ঘটাতে হবে। গতকাল শুক্রবার ইমজা মিলনায়তনে সিলেট জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আহবায়ক অধ্যাপক জান্নাত আরা খান পান্নার সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ, বিভাগীয় সমন্বয়ক দেবব্রত রায় দিপন, সাবেক জেলা আহবায়ক মুকির হোসেন চৌধুরী।
জেলা সদস্য সচিব সন্দীপন শুভ ও শাহানা চৌধুরী নয়নের যৌথ সঞ্চালনায় সভায় মুক্ত আলোচনায় অংশ নেন জেলার সিনিয়র সদস্য এনামুল মুনীর, রসময় ভট্টাচার্য, কমরেড হিমাংশু মিত্র, হরিপদ চন্দ, ড. মিন্টু দেবনাথ, ডা: সামসুন নূর মানব, নাজনীন ইসলাম, অজয় বৈদ্য অন্তর, নাট্যকার বাবুল আহমেদ, সেলিনা বেগম, তাহমিনা বেগম, চন্দ্র শেখর দেব, আব্দুল মালিক পুকন, চন্দন রায়, প্রিয়তা রুমা, হেলাল আহমদ, রিপন আহমেদ, অভিজিৎ বনিক অপু, বিমান বিহারী প্রমুখ, সুজিত শ্যাম জন, আশফাক উদ্দিন, বাবলু আল মামুন প্রমুখ।
এরআগে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করেন সংগঠনের সদস্যবৃন্দ। পরে সিলেটের প্রয়াত প্রগতিশীল রাজনৈতিক ব্যাক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি