ইয়াং সোসাইটি সোশ্যাল অর্গানাইজেশনের ফ্রী রক্তের গ্রুপ নির্ণয়

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২

ইয়াং সোসাইটি সোশ্যাল অর্গানাইজেশনের ফ্রী রক্তের গ্রুপ নির্ণয়

নিউ সিলেট রিপোর্ট : ইয়াং সোসাইটি সোশ্যাল অর্গানাইজেশন সিলেটের উদ্যোগে জনসচেতনতা তৈরি ও রক্তদানে উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করা হয়েছে। আজ রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর উত্তর বালুচর জোনাকি এলাকায় জামিয়া হালিমাতুস সাদিয়া (রা.) মাদ্রাসার প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রীদের মধ্যে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় প্রদান করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আরিফুর রহমানের সভাপতিত্বে রক্ত নির্ণয় কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি মাদ্রাসার সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, প্রবাসী শেখ গয়াছ উদ্দিন। তিনি বলেন, মানবতার কল্যাণে সবাইকে কাজ করতে হবে। মুমূর্ষ রোগীর জীবন বাচাতে রক্ত দিয়ে সহযোগিতা করতে হবে। আপনার এক ব্যাগ রক্তই বেঁচে যেতে পারে অন্যের প্রাণ। তাই রক্তদানে সবাইকে এগিয়ে আসতে হবে। রক্তের গ্রুপ নির্ণয় সবার জানা দরকার।
ইয়াং সোসাইটি সোশ্যাল অর্গানাইজেশনরে সাধারণ সম্পাদক সাজিদ আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্ভাব্য কাউন্সিলার পদপ্রার্থী বদরুর রহমান বাবর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মফিজুর রহমান, মাওলানা জুবেয়ের আহমদ, মাওলানা মকসুদ, মাওলানা ঈসমাইল, ইয়াং সোসাইটি সোশ্যাল অর্গানাইজেশনের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, উপদেষ্টা আব্দুর রাহিম, খিদমাহ জালালাবাদ থানা শাখার প্রচার সম্পাদক জয়নাল মিয়া, সহ সাধারণ সম্পাদক শাহনাজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক এহসান আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক জায়েদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফ প্রমুখ।



This post has been seen 74 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১