সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২
নিউ সিলেট রিপোর্ট : সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা যুবদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে পয়েন্টে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ সুরমার মকন দোকান পয়েন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমদ রণির সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-আহবায়ক মকসুদুল করিম নুহেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সাবেক মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাতের আঁধারে ভোট ডাকাতির বর্তমান অবৈধ সরকার অন্যায়ভাবে নন্দিত যুব সংগঠক, স্বাধীনতার ঘোষক, সফল রাষ্ট্রনায়ক শহীদ জিয়ার আদর্শের সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিরলস কর্মী, জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমেদকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার ৩ দিনের মাথায় রাতের আঁধারে সরকারের উর্দীধারি গুন্ডারা মকসুদকে আটক করে নিয়ে যায়। আমি আজকের বিক্ষোভ সমাবেশ থেকে মকসুদ আহমেদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। অন্যথায় আন্দোলন-সংগ্রামের মাধ্যমে মকসুদ আহমদসহ সরকারের লৌহ কারাগারে আটক সকল রাজবন্দীকে মুক্ত করা হবে।
বিশেষ অতিথি ছিলেন মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি বশির আহমদ, আফরোজ মিয়া ও যুগ্ম সম্পাদক সোনাহর আলী সোহেল। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজমল হোসেন তুহিন, আলী আহমদ, কাওছার আহমদ নামর, আনহার আহমদ মারনুছ, সাহেল আহমদ, রায়হান আলম, আতাউর রহমান, শামীম আহমদ নাজির, রাসেল আহমদ, হুমায়ুন রশীদ, ফয়সল আহমদ বাবলু ও মিসবাহ উদ্দিন, সিনিয়র সদস্য বাবরুল হোসেন বাবুল, আমিরুল ইসলাম সারো, মঞ্জুর আহমদ, আশরাফ আহমদ, জাকির আহমদ, আশিকুর রহমান জুয়েল, রাজন আহমদ, রিপন আহমদ, সাইদুর রহমান সাহেদ, দিলওয়ার হোসেন, সাইফুল ইসলাম, জয়নাল আহমদ সিরাজী, আলী হোসেন, শেখরুল আহমদ, সাজিব আহমদ, মাহফুজুল ইসলাম লাকী, ইফু চৌধুরী, মুহিবুল ইসলাম ছানা, রিমন আহমদ, আব্দুল কাইয়ুম, রাব্বি আহমদ, মুন্না আহমদ, লিমন আহমদ, নিজাম উদ্দিন, মোবারক হোসেন, আব্দুস শহীদ, নূর আলী, রাসেল আহমদ, স্বপন আহমদ প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি