সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২
নিউ সিলেট রিপোর্ট : ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কর্তৃক আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট বিভাগীয় কমিটির নবায়ন ও আলোচনা এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ জুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমীনুল ইসলামের সঞ্চালনায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সংগঠক সিলেটের সিনিয়র সাংবাদিক দি ডেইলি ট্রাইবুনাল পত্রিকার সিলেট ব্যুরো প্রধান আ ম ন জামান চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি আব্দুল হাই জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী, সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, খলিলুর রহমান, ডাঃ কামরুল ইসলাম, জয়নাল আবেদিন, ফারুক আহমেদ,হুরে জান্নাত ও সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী।
সভায় কমিটি নবায়ন ও কার্যক্রম গতিশীল করতে সদস্যদের প্রতি আহবান জানানো হয় এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রধান করা হয়। সংগঠনে নবাগতদের ফুল দিয়ে বরণের মাধ্যমে আগামী ১ বছরের জন্য মোঃ জুম্মান আহমদকে সভাপতি আব্দুল হাই জাফরকে সহ-সভাপতি আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক বহাল রেখে কমিটি নবায়ন করা হয়। এরআগে সভার শুরুতে পবিত্র কেরআন মজিদ থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য আবু রাইয়ান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি