আনজুমানের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২২

আনজুমানের আর্থিক সহায়তা প্রদান

নিউ সিলেট রিপোর্ট : আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে বালাগঞ্জের পৈলেনপুর ও ভাটপাড়া গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাড়ী বাড়ী গিয়ে ৪৫টি অসহায় হতদরিদ্র ভিন্ন ধর্মাবলম্বী পরিবারের মানুষের হাতে নগদ এই অর্থ দেন সংগঠনের সদস্য উপাধ্যক্ষ আব্দুস শাকুর। এসময় উপস্থিত ছিলেন, গালিমপুর হাই স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মো: আব্দুল আউয়াল, সদস্য আব্দুস সালাম, প্রাক্তন মেম্বার সিপার মিয়া, সমাজসেবী উমর আলী, সচিন্দ্র বাবু ও নকুল দাশ প্রমূখ।
আর্থিক অনুদান প্রদানকালে উপাধ্যক্ষ আব্দুস শাকুর বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা। তাই আর্ত মানবতার আহ্বানে সাড়া দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় হতদরিদ্র মানুষের পাশে সাধ্যমত সহযোগিতা নিয়ে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব হবে। আনজুমানে খেদমতে কুরআন মানবসেবার মহান উদ্দেশ্য নিয়ে অসহায় ভিন্ন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছে। সামর্থবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা।



This post has been seen 78 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১