রেডক্রিসেন্টের ফাষ্ট এইড, সন্ধান ও উদ্ধার প্রশিক্ষনের উদ্বোধন

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২২

রেডক্রিসেন্টের ফাষ্ট এইড, সন্ধান ও উদ্ধার প্রশিক্ষনের উদ্বোধন

নিউ সিলেট রিপোর্ট : বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর ঢাকার ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ বলেছেন, রেডক্রিসেন্টের ভলান্টিয়াররা হচ্ছে রেডক্রিসেন্টের প্রান, ভলান্টিয়ার ছাড়া রেডক্রিসেন্ট চলতে পারে না। এজন্য ভলান্টিয়ারদের দক্ষ হয়ে গড়ে উঠতে হবে, এবং দক্ষ হয়ে গড়ে উঠতে প্রশিক্ষনের বিকল্প নেই। প্রশিক্ষনের প্রধান কাজ হচ্ছে শৃংখলা। তাই সবাই প্রশিক্ষনে শৃংখলা মেনে সময়কে কাজে লাগিয়ে সময়োপযোগী প্রশিক্ষন গ্রহন করে প্রশিক্ষনলব্ধ জ্ঞান শুধু নিজের পারিবারিক সামাজিক জীবন ও এলাকার উন্নয়নে কাজে লাগানোর আহবান জানান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পিএন্ডডি বিভাগ ও আইসিআরসি সহযোগীতায় ৬দিনব্যাপী ভলান্টিয়ার প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আজ বৃহস্পতিবার সকালে খাদিম পীরের বাজার ব্রাক ট্রেনিং সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পরিকলাপনা উন্নয়ন বিভাগ (পিএন্ডডি) ও আন্তজার্তিক রেডক্রস কমিটির (আইসিআরসি) সহযোগীতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারন সম্পাদক আব্দুর রহমান জামিলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য সিলেটের সাবেক যুব প্রধান ও প্রোগ্রাম অর্গানাইজার নাজিম খান। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক মো আব্দুস সালামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পিএন্ডডি বিভাগের প্রজেক্ট অফিসার রাকিবুল আলম রাব্বি, প্রশিক্ষন সমন্ধয়কারী সুপ্রিয়া সাহা, প্রশিক্ষক ইব্রাহিম খলিল প্রমূখ।
উল্লেখ্য. ৬দিনব্যাপী প্রশিক্ষনে সিলেট ও কানাইঘাটের যুব রেডক্রিসেন্টের ৬০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহন করছেন।



This post has been seen 101 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১