গাউসিয়া কমিটি সিলেট জেলার কাউন্সিল সম্পন্ন

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২২

গাউসিয়া কমিটি সিলেট জেলার কাউন্সিল সম্পন্ন

নিউ সিলেট রিপোর্ট : গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। গতকাল রাতে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ শহীদ সোলেমান হলে এই সম্মেলনে অনুষ্ঠিত হয়।
গাউসিয়া কমিটি সিলেট জেলার আহবায়ক মো. মুক্তার মিয়ার সভাপতিত্বে ও মোহাম্মদ শাহেদ আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাহবুব এলাহি সিকদার, অর্থ সম্পাদক আলহাজ্ব কমর উদ্দিন সবুর, সদস্য মুহাম্মদ আহসান হাবীব চৌধুরী হাসান, মানবিক টীমের সদস্য শাহনেওয়াজ চৌধুরী শুভ।
সভায় সর্ব সম্মতি ক্রমে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জালালুদ্দিন আল ক্বাদেরীকে প্রধান উপদেষ্টা, হাফেজ মিসবাহ উদ্দিন চৌধুরী সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মোক্তার মিয়া সিনিয়র সভাপতি, শাহ মুহাম্মদ গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক, মাওলানা মুহাম্মদ শাখাওয়াত হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পুনাঙ্গ কমিটি গঠন করা হয়।
বক্তব্য রাখেন মাওলানা সোলাইমান খান রাব্বানী, এস.এ.এম শহিদুল ইসলাম সেলিম, গাউসিয়া কমিটি সিলেট জেলার মাওলানা আনোয়ার হোসেন আনসারী, মাওলানা নুরুল আমিন, মাওলানা আজিজুর রহমান, মাওলানা আবু গফুর সিদ্দিকী, নজরুল ইসলাম, মতি চৌধুরী, মাওলানা তুহিনুর রহমান শাহজান, রাকিবুল হাসান।



This post has been seen 110 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১