হবিগঞ্জে বজ্রপাতে নিহত ২

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২২

হবিগঞ্জে বজ্রপাতে নিহত ২

বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার টেহেরবন হাওরে কৃষিকাজ করার সময় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামে আবদুল করিম (৬৫) ও একই গ্রামের নূর উদ্দিন (৫০)।
প্রশাসন সূত্রে জানা গেছে, টেহেরবন হাওরে আজ সকাল থেকে কৃষিকাজ করছিলেন তারা। সকাল ১০টার দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে কৃষক আবদুল নূর ও আবদুল করিম ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে আত্মীয়স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশ নিয়ে আসেন। পরে বিষয়টি বানিয়াচং থানা ও উপজেলা প্রশাসনকে জানানো হয়।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে দুজন কৃষক প্রাণ হারান। তাঁদের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।



This post has been seen 195 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১