আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে ভালো ফল আসবে : মাশরাফি

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৬

আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে ভালো ফল আসবে : মাশরাফি

নিউ সিলেট ডেস্ক ::::  দেশের বাইরে খেলা চ্যালেঞ্জিং। কিন্ত জাতীয় দলে যেভাবে খেলেছি ওই আত্মবিশ্বাস নিয়ে যদি খেলতে পারি তাহলে সফলতা আসবেই।
নিউজিল্যান্ড সফর নিয়ে আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন প্রত্যয় ব্যক্ত করেন মাশরাফি বিন মর্তুজা।
ঘরের মাঠে আমরা বেশ সফল। শেষ আট বছর অধিকাংশ ম্যাচই হোমে খেলেছি। জয়ও পেয়েছি বেশিরভাগ ম্যাচে। তবে সামনে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, দেশের বাইরে গিয়ে খেলা। মন্তব্য মাশরাফির।
পরিবেশটা ভিন্ন হলেও আত্মবিশ্বাস থাকলে ভালো করা সম্ভব বলে মনে করছেন মাশরাফি। ‘নিউজিল্যান্ডের আবহাওয়া অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার থেকেও ভিন্ন। তারপরও মনে করছি, আমরা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে ভালো ফলই আসবে। তাছাড়া জাতীয় দলের জয়ের স্মৃতিগুলো মনে রাখতে হবে।
উল্লেখ্য, ডিসেম্বরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ছাড়াও দুইটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে টাইগাররা। সবকিছু ঠিক থাকলে ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড অভিযান। এরইমধ্যে ২২ সদস্যের দল থেকে বৃহস্পতিবার রাতে ক্যাম্প করতে অস্ট্রেলিয়া গেছেন বাংলাদেশ দলের ১২ সদস্য। শনিবার রাতে যাবেন বাকি সদস্যরা।09/12/2016-dt/ns/-



This post has been seen 426 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১