সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৬
নিউ সিলেট ডেস্ক::: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার আকস্মিক সফরে ইরাকে পৌঁছেছেন।
মসুলে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ইরাকি বাহিনীর অভিযানের অগ্রগতি অনুধাবন করতে তিনি দেশটিতে সফর করছেন।
ইরাক উদ্বেগ প্রকাশ করলেও মসুল অভিযানে তুর্কি বাহিনীর অংশগ্রহণ বিষয়ে আঙ্কারায় তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে আলোচনার পর অ্যাশ কার্টার ইরাকে যান।
এ বছর ইরাকে ধীরে ধীরে সেনাসংখ্যা বাড়ানোর ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকে মার্কিন সেনারা ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা করে থাকে। স্থলাভিযানে অংশ নেয় না তারা।
কমান্ডাররা জানিয়েছেন, মসুল থেকে ৩২ কিলোমিটার দক্ষিণে কারাকোশ শহরে প্রবেশ করেছে ইরাকি সেনারা। যুদ্ধের আগে এ শহর ছিল ইরাকে সবচেয়ে বড় খ্রিষ্টান অধ্যুষিত শহর। বলতে গেলে, এখন তা জনশূন্য। আইএস এ শহর দখলে নেয় এবং মানুষের ওপর নির্মম অত্যাচার চালায়।
আইএসের সদস্যরা বিভিন্ন উপায়ে আত্মঘাতী হামলা চালাচ্ছে। বিস্ফোরকবোঝাই করে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে এসে সরকারি বাহিনীর অবস্থানে আঘাত করছে। এর মধ্যেই এগিয়ে যাচ্ছে ইরাকি সেনারা।
শুক্রবার মসুল থেকে ১৭০ কিলোমিটার দূরে কিরকুক শহরে আইএসের হামলায় নিহত হয় কমপক্ষে ৩৫ জন এবং আহত হয় ১২০ জন।
এ বছরে তিনবার ইরাক সফর করলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী কার্টার। এসব সফরে ইরাকি নেতা ও কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন তিনি।
ইরাকে ৪ হাজার ৮০০ মার্কিন সেনা রয়েছে। এর মধ্যে শতাধিক সেনা ইরাকি সেনাদের সঙ্গে বিভিন্ন ইউনিটে কাজ করেন।
সোমবার থেকে মসুলে অভিযান শুরু হয়। দক্ষিণ দিক থেকে ইরাকি বাহিনী এবং পূর্ব দিক থেকে কুর্দিযোদ্ধারা অভিযান শুরু করে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি