ব্যালন ডি’অর রোনালদোর হাতেই

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৬

ব্যালন ডি’অর রোনালদোর হাতেই

নিউ সিলেট ডেস্ক :::::  ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। কেউ কারো চেয়ে কম নন! নইলে কি আর এই দ্বৈরথ নিয়ে এত বেশি আলোচনা হয়? খেলছেন আবার বিশ্বের সেরা দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায়। এখানে তাদের নামতে হচ্ছে মর্যাদার লড়াইয়ে (এল ক্লাসিকো)।
মেসি বার্সায় খেলছেন ক্লাব ক্যারিয়ারের শুরু থেকেই। আর ম্যানচেস্টার থেকে ২০০৯ সালে রিয়ালে যোগ দেন রোনালদো। গত আট বছর ব্যালন ডি’অর নামক পুরস্কারটা নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছেন মেসি-রোনালদো।
এবারও হলো তা-ই। সম্পত্তির ভাগাভাগিতে ব্যালন ডি’অর-২০১৬ গেছে রোনালদোর শোকেসে। এ নিয়ে চারবার ব্যালন ডি’অর পুরস্কার জিতলেন রোনালদো। মেসি এই পুরস্কারটা জিতেছেন মোট পাঁচবার।
তাবত ফুটবলারদের পেছনে ফেলে এই পুরস্কারটা জেতা খুব একটা সহজ কাজ নয়। এবার এককভাবে পুরস্কারটা দিয়েছে ফরাসি ম্যাগাজিন। কারণ ফিফার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তা নবায়ন করেনি তারা।
রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন রোনালদো। নিজ দেশ পর্তুগালের হয়ে জিতেছেন ইউরো। স্বপ্নের মতো একটি বছর কাটানোর স্বীকৃতি হিসেবে চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জয় রোনালদোর। এতে ভীষণ খুশি সিআর সেভেন। জানালেন, স্বপ্ন আবারও সত্যি হয়েছে তার।
পর্তুগিজ যুবরাজের ভাষায়, ‘চতুর্থবারের মতো সোনালি বলটা হাতে তুলে নেয়া বড় সম্মানেরও। অনুভূতি জানলে চাইলে বলবো, প্রথমবারের মতোই ভালো লাগছে। স্বপ্নটা যেন আবার সত্যি হলো। তবে আমি কখনো ভাবিনি যে চারবার এই বলটা জিততে পারবো। এখন আমি ভীষণ খুশি।
ব্যালন জয়টা রোনালদোর ব্যক্তিগত অর্জন। তবে এই অর্জনকে যারা সহজ করে দিয়েছে, তাদের কথা ভোলেননি রোনালদো। পুরস্কারটা হাতে পাওয়ার পর নেপথ্যের কারিগরদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এবার তাদের ধন্যবাদ দেয়ার সুযোগ এসেছে আমার সামনে, যারা আমার এই ব্যক্তিগত পুরস্কার অর্জনে সহায়তা করেছে। জাতীয় দল (পর্তুগাল) ও রিয়াল মাদ্রিদে আমার সতীর্থ, শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ। আমি আজ গর্বিত।13/12/2016/n24/ns/-



This post has been seen 284 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১