সাভারে কথিত বন্দুকযুদ্ধে ১৪ মামলার আসামি নিহত

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬

সাভারে কথিত বন্দুকযুদ্ধে ১৪ মামলার আসামি নিহত

নিউ সিলেট ডেস্ক::: পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ঢাকার সাভার উপজেলায় ১৪ মামলার এক আসামির মৃত্যু হয়েছে।
রোববার ভোরে উপজেলার চারিগ্রামে বন্দুকযুদ্ধ হয় বলে জানান আশুলিয়া থানার ওসি মুহসিনুল কাদির।
নিহত রাসেল দেওয়ান (৩৫) আশুলিয়ার নিরিবিলি গ্রামের পিয়ার আলীর ছেলে।
ওসি বলেন, শনিবার রাতে গেপ্তারের পর রাসেলের স্বীকারোক্তি মোতাবেক তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ।
“চারিগ্রামে যাওয়ার পর পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে রাসেল আহত হন। তাকে নবীনগর পৌর স্বাস্থ্য নগর কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল উদ্ধার করে বলে জানান ওসি মুহসিনুল।
তিনি বলেন, “অশুলিয়া থানার তালিকাভুক্ত সন্ত্রাসী রাসেলের নামে আশুলিয়া, সাভার ও মানিকগঞ্জ থানায় অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও খুনসহ ১৪টা মামলা রয়েছে।”



This post has been seen 727 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১