সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :::: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণার তথ্য হ্যাকিংয়ে জড়িত ছিলেন বলে বিশ্বাস মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের।এনবিসি নিউজ বুধবার রাতে একথা জানায়।
নির্বাচনে পুতিন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। মার্কিন টেলিভিশন চ্যানেলটি সিনিয়র দুই গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, পুতিন কিভাবে মার্কিন ডেমোক্রেটদের গোপন তথ্য ফাঁস করা যায় বা অন্যভাবে কিভাবে এই তথ্যগুলো ব্যবহার করা যায় তার নির্দেশনা দেন।
ওই কর্মকর্তারা এনবিসিকে জানিয়েছেন, নতুন এই অনুমানের ব্যাপারে তারা ‘অত্যন্ত আত্মবিশ্বাসী।’
গত সপ্তাহের শেষে ওয়াশিংটন পোস্ট জানায়, সিআইএ’র ধারণা যে রাশিয়া নির্বাচনের ফলাফল রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অনুকূলে আনার জন্য মার্কিন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ই-মেইল হ্যাক করেছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে বিজয়ী করতে প্রচ্ছন্নভাবে রাশিয়া কাজ করেছে বলে বিশ্বাস মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর। কয়েকটি সংবাদপত্রকে একথা জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হচ্ছে, গোয়েন্দা সংস্থাগুলো “খুবই আত্মবিশ্বাসী” যে ডেমোক্রেট দল এবং হিলারি ক্লিনটনের একজন গুরুত্বপূর্ণ সহযোগীর হ্যাকিংয়ের সঙ্গে রাশিয়া যুক্ত ছিল।
ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনেও একইরকম তথ্য উঠে এসেছে। তবে ট্রাম্পের সহযোগীরা মার্কিন গোয়েন্দা সংস্থা, সিআইএ-র দাবী নাকচ করে দিয়ে বলেছেন, ‘এই লোকগুলোই বলেছিল যে সাদ্দাম হোসেনের কাছে ব্যাপক বিধ্বংসী অস্ত্র রয়েছে।’
এদিকে রুশ কর্মকর্তারাও হ্যাকিংয়ের অভিযোগ অস্বীকার করে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় একাধিক সাইবার হামলার বিষয়ে তদন্তের নির্দেশ দেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
গত ৮ নভেম্বরের নির্বাচনে ট্রাম্প হিলারিকে হারিয়ে বিশ্ববাসীকে চমকে দেন। হিলারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ২০১১ সালে রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন। এজন্য পুতিন কখনোই হিলারিকে ছেড়ে কথা বললেন না বলেই ধারণা।এছাড়াও পুতিন রাশিয়ায় তার বিরুদ্ধে রাজপথে বিক্ষোভে উৎসাহ দেয়ার জন্য হিলারিকে দায়ী করেন।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, হিলারির বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য তাকে নির্বাচনে পরাজিত করতেই পুতিন হ্যাক করতে শুরু করেন।15/12/2016-dt/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি