সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬
নিউ সিলেট ডেস্ক::: আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে বিএনপি’র প্রতিনিধি দলের না যাওয়ার কারণ ব্যাখ্যা করলেন সদ্য করামুক্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । তিনি অভিযোগ করেন, ‘সরকার বিএনপির নেতাকর্মীদের উপর নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। গত দুই দিন আগেও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে এবং এছাড়া গত ১৯ মার্চ অনুষ্ঠিত বিএনপির জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে সরকার যে আচরণ করেছে তার পর কীভাবে একজন ভদ্রলোক তাদের কাউন্সিলে গিয়ে বক্তব্য দেবেন, যদি তার ন্যূনতত মেরুদণ্ড থেকে থাকে।’
আজ রবিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এভাবেই রিজভী সম্মেলনে না যাওয়ার কারণ ব্যাখ্যা করলেন। তিনি আওয়ামী লীগের সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্তকে ‘সঠিক’ বলে বর্ণনা করেছেন।
গত ১৯ অক্টোবর একাধিক নাশকতার মামলায় কারামুক্ত হওয়ার পর এই প্রথম দলের পক্ষে বক্তব্য দিলেন রিজভী।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে দলের কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, আমিরুল ইসলাম খান আলিম ও সাইফুল ইসলাম পটু উপস্থিত ছিলেন।
রুহুল কবির রিজভী বলেন,‘ দেশে গণতান্ত্রিক সরকার থাকলে, গণতান্ত্রিক সমাজ বিকাশের জন্য প্রয়োজনীয় উপাদান গুলো সক্রিয় থাকলে ‘না যাওয়াটা ঠিক হতো না।’
এর আগে আওয়ামী লীগের আমন্ত্রণপত্র পাওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় ফোরামে আলোচনার পর যাওয়া-না যাওয়ার সিদ্ধান্ত নেয়া হবে বলেছিলেন।
পরদিন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল ক্ষমতাসীন দলের সম্মেলনে অংশ নেয়া হবে বলে জানালেও শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির কোনো প্রতিনিধি দলকে দেখা যায়নি।
আওয়ামী লীগের কাউন্সিলে বিএনপি কেন যায়নি- জানতে চাইলে রিজভী বলেন, “বাংলাদেশে গণতন্ত্রের কোনো পরিবেশ নেই। তাহলে কী করে তাদের কাউন্সিলে গিয়ে আমাদের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানাবেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি