সাকিব-মোস্তাফিজকে নিয়ে নিউজিল্যান্ড কোচ চিন্তিত

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৬

সাকিব-মোস্তাফিজকে নিয়ে নিউজিল্যান্ড কোচ চিন্তিত

নিউ সিলেট ডেস্ক :::::::  ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই দুর্দান্ত খেলছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারলেও এর আগে ঘরের মাঠে জিতে নেয় টানা ছয়টি সিরিজ। তবে টাইগারদের সাফল্য ঘরের মাঠে বলেই অনেক সমালোচক এখনো টিপ্পনী কাটেন- দেশের বাইরে জিতে দেখাক না! আর নিউজিল্যান্ড সফরে সমালোচকদের জবাব দিতে প্রস্তুত টাইগাররা।
এদিকে বলদে যাওয়া বাংলাদেশকে হালকাভাবে নেয়ার পক্ষপাতী নন নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন। নিজের শিষ্যদের সতর্ক করে দিয়ে কিউই কোচ বলেন, ওদের বিপক্ষে আমাদের অবশ্যই ভালো খেলতে হবে। যদি সেটা না পারি, তবে তার ফলটা ভয়াবহ হবে।
এদিকে কিউই কোচ হেসন বাড়তি দৃষ্টি রাখছেন সাকিব আল হাসান আর মোস্তাফিজের দিকে। অতীতে সাকিবই সব থেকে বেশি ভুগিয়েছেন কিউইদের। ব্যাটে-বলে দলটির বিপক্ষে বাঁহাতি এই অলরাউন্ডারের রেকর্ড দারুণ। অন্যদিকে মোস্তাফিজের কাটারের জাদুতে খাবি খাচ্ছেন বিশ্বের নামকরা ব্যাটসম্যানরা। নিউজিল্যান্ডের পেস সহায়ক উইকেটে তিনি আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, আরও অনেকের মতো হেসনেরও অজানা নয় বিষয়টা।
মোস্তাফিজকে নিয়ে কিউই কোচ বলেন, সে নিঃসন্দেহে বিশ্ব ক্রিকেটে আগামীর সবচেয়ে বড় তারকা। আইপিএলে তার বোলিং দেখে সবাই মুগ্ধ হয়েছে। সে একটা ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। তবে ইনজুরি থেকে ফিরে এখন তার বোলিংয়ের ধার কেমন তা মাঠে না নামলে বোঝা যাবে না।
তবে নিউজিল্যান্ড দলের অন্যতম প্রধান টার্গেট যে সাকিব, সেটা মনে করিয়ে দিয়ে হেসন বলেন, `সাকিব আল হাসান বিশ্বসেরাদের একজন। তার বাঁহাতি স্পিন আর মিডল অর্ডারে ধ্বংসাত্মক ব্যাটিংয়ের যেকোনো একটিই খেলার মোর ঘুরিয়ে দিতে যথেষ্ট।



This post has been seen 266 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১