বায়দুল কাদের সাধারণ সম্পাদক

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬

বায়দুল কাদের সাধারণ সম্পাদক

নিউ সিলেট ডেস্ক:::  আওয়ামী লীগের দ্বিতীয় প্রধান পদ সাধারণ সম্পাদক পদে সভাপতি শেখ হাসিনার মতোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। দলের ২০ তম জাতীয় সম্মেলনে গত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামই তার নাম প্রস্তাব করেন। এরপর তা সমর্থন করেন জাহাঙ্গীর কবীর নানক।আর কোনো নাম প্রস্তাব না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটি হয়নি সাধারণ সম্পাদক পদেও।
জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আগামী তিন বছরের জন্য এই নেতৃত্ব নির্বাচিত হয়। এই কমিটিই আগামী সংসদ নির্বাচনে দলের দায়িত্বে থাকবে।
গত দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্বে পালনকারী সৈয়দ আশরাফ এবারও দলের সাধারণ সম্পাদক পদে আলোচিত ছিলেন। তবে জাতীয় সম্মেলন শুরুর ‍দুই দিন আগে হঠাৎ করেই ওবায়দুল কাদেরের নাম শোনা যায়। যদিও মাস খানেক আগে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, এই পদে তিনি প্রার্থী নন।
ঢাকাটাইমসের অনুসন্ধান বলছে, জাতীয় সম্মেলনের প্রথম দিনের আনুষ্ঠানিকতা শেষে রাতে গণভবনে সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করার সিদ্ধান্ত হয়।



This post has been seen 487 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১