দুই বোনকে উত্ত্যক্তকারী বখাটে করিম গ্রেফতার

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৬

দুই বোনকে উত্ত্যক্তকারী বখাটে করিম গ্রেফতার

নিউ সিলেট ডেস্ক::: রাজধানীর মিরপুরের বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির জমজ দুই বোনেকে উত্ত্যক্ত ও এর প্রতিবাদ করার জেরে তাদের পিটিয়ে গুরুতর আহত করা বখাটেকে গ্রেফতার করেছে র‌্যাব -৪। ওই বখাটের নাম জীবন করিম ওরফে বাবু।
র‌্যাব-৪ এর একটি দল  রোববার সন্ধ্যার দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে জীবন করিমকে গ্রেফতার করে।
সোমবার সকালে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
সোমবার এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবে র‌্যাব-৪। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
গত ১৯ অক্টোবর কলেজ ছুটির পর দুই জমজ বোন সানিয়া হাবীব মীম (১৭) ও আসওয়াদ হাবীব জীম (১৭) বাড়ি ফিরছিল। এ সময় কলেজের পাশের রাস্তায় বখাটেরা তাদের ‘ফার্মের মুরগি’ বলে উত্ত্যক্ত করে। এ ঘটনায় দুবোন  প্রতিবাদ করলে বখাটেরা তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর বাবু ও জীবন নামের দুই বখাটে বাঁশ দিয়ে তাদের পিটিয়ে পালিয়ে যায়। বখাটেদের হামলায় একবোনের পা ভেঙে গেছে। এ সময় লুৎফর রহমান বাবুকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে |



This post has been seen 653 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১