মেরুদণ্ডহীন ইসি গঠনের প্রক্রিয়া চলছে: নজরুল

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৬

মেরুদণ্ডহীন ইসি গঠনের প্রক্রিয়া চলছে: নজরুল

নিউ সিলেট ডেস্ক:::  বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, সামনে যে কমিশন গঠন করা হচ্ছে সেটাও মেরুদণ্ডহীন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সাবেক সংসদ সদস্য আফসার আহমেদ সিদ্দিকীর ১৫তম মৃত্যুবার্ষিকী স্মরণে এ আলোচনা সভার আয়োজন করে আফসার উদ্দীন আহমেদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন।
নজরুল ইসলাম খান বলেন, ‘আগের মতো এবারও সার্স কমিটির মাধ্যমে মেরুদণ্ডহীন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। কাজেই তাদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’ যারা প্রচলিত আইন ছাড়া আর কারো নির্দেশ মানবে না এমন নির্বাচন কমিশন গঠনের দাবি জানান বিএনপির এই নেতা।
বর্তমান সরকারকে অনির্বাচিত দাবি করে বিএনপির এ নেতা বলেন, ‘এই সরকার দেশের জনগণের অধিকার হরণ করে, গণতন্ত্রকে হত্যা করে আজ ক্ষমতায় বসে আছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, দেশের জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে।’
দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে দুর্বার আন্দোলনের আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘দেশে গণতন্ত্রের লেবাসে স্বৈরতন্ত্র চলছে। দেশকে মুক্ত করার জন্য ৬৯, ৯০’র মতো আন্দোলনের প্রয়োজন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।’
ফাউন্ডেশনের আহ্বায়ক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বক্তব্য দেন সহ-সভাপতি শামসুজ্জামান দুদু ও চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।



This post has been seen 480 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১