অস্ত্রসহ বাগেরহাটে ৪ ‘জেএমবি’ সদস্য আটক

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৬

অস্ত্রসহ বাগেরহাটে ৪ ‘জেএমবি’ সদস্য আটক

নিউ সিলেট ডেস্ক:::  বাগেরহাটে অস্ত্রসহ `জেএমবি’র চার সদস্যকে আটক করেছে পুলিশ। কচুয়া উপজেলার মঘিয়া এলাকা থেকে মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বই, কম্পিউটারের হার্ডডিক্স এবং একটি মনিটর জব্দ করা হয়। পুলিশের পক্ষ দাবি করা হয় তারা জেএমবি সদস্য।
অভিযানের সময় তাদের ছোড়া হাতবোমায় ৩ পুলিশ সদস্যের আহত হওয়ার খবর দিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।
আটক ‘জেএমবি’ সদস্যরা হলেন কচুয়ার আকাশ (১৯), পিরোজপুর জেলার হাবিবুল (১৯), কবির (৩৫) ও মিজান (১৯)।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, ভোররাতে কচুয়া উপজেলার মঘিয়া গ্রামের একটি বাড়িতে জেএমবি সদস্যরা অবস্থান করছে এমন খবরে পুলিশ ঐ বাড়িটি ঘিরে ফেলে। এসময় জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করলে পুলিশ পাল্টা শর্টগানের গুলি চালায়। পরে ঐ ঘরে অবস্থানরত ৪ জেএমবি সদস্যকে আটক করা হয়। ঘরে তল্লাশি করে একটি পিস্তল, হাতবোমা এবং বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বই, একটি কম্পিউটারের হার্ডডিক্স ও একটি মনিটর উদ্ধার করা হয়। জেএমবি সদস্যদের ছোড়া হাতবোমায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আটক ৪ জনের ব্যাপারে তদন্ত চলছে।
এ ঘটনায় মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।



This post has been seen 426 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১