পাকিস্তানে ৫১০০ জঙ্গির ব্যাংক হিসাব জব্দ

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৬

পাকিস্তানে ৫১০০ জঙ্গির ব্যাংক হিসাব জব্দ

নিউ সিলেট ডেস্ক:::  পাকিস্তান সরকার ৫ হাজার ১০০ জন জঙ্গির ব্যাংক হিসাব জব্দ করে দিয়েছে। তালিকায়  ভারতের পাঠানকোট বায়ু সেনাঘাঁটিতে হামলার মাস্টার মাইন্ড জয়েশ-ই-মুহাম্মদ প্রধান মাসুদ আজহারও রয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পাকিস্তানের কর্মকর্তারা জানান, জব্দ হওয়া ব্যাংক হিসাবগুলোতে ৪০ কোটি রুপির মতো রয়েছে।
পাক স্টেট ব্যাংকের পক্ষ তেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পাক প্রশাসনের আবেদনের প্রেক্ষিতেই এই জঙ্গিদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এই কাজের জন্য পাক প্রশাসনের পক্ষ থেকে স্টেট ব্যাংকের কাছে তিনটি আলাদা তালিকা পাঠান হয়েছিল বলেও জানা গেছে। সেখানেই উল্লেখ ছিল কোন কোন জঙ্গি বা সন্দেহভাজনের হিসাব জব্দ করতে হবে।
পাকিস্তান স্টেট ব্যাংক সূত্রের খবর, যে তালিকা পাঠান হয়েছিল সেই প্রথম তালিকা বা ‘এ’ ক্যাটাগরিতে ছিল ১২০০ জঙ্গির নাম এবং সেখানে মাসুদ আজহারের নামও ছিল।
দেশটির ন্যাশনাল কাউন্টার টেরোরিজম অথরিটির সমন্বয় কর্মকর্তা ইহসান গনি জঙ্গিদের ব্যাংক হিসাব জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, ৫ হাজারের বেশি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।



This post has been seen 455 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১