সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৬
নিউ সিলেট ডেস্ক::: চলতি বছরের শেষের দিকে নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় টাইগারদের ক্যাম্পিংয়ের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে বিসিবি একাদশ দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্স ও সিডনি সিক্সারসের বিপক্ষে।
বিগ ব্যাশে নিজেদের সেরা প্রমাণ করা এই থান্ডার্সেই এক সময় কোচের দায়িত্ব পালন করেছে বর্তমান বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মূলত তার তৎপরতায় স্পটলেস স্টেডিয়ামে আগামী ১৬ ডিসেম্বর প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হতে চলেছে বিসিবি একাদশ ও সিডনি থান্ডার্স। তার দুদিন আগে অবশ্য নর্থ সিডনি ওভালে বিগব্যাশ লিগের আরেক দল সিডনি সিক্সারসের বিপক্ষেও একটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের নিজস্ব ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে।
এপ্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলায় আমাদের বেশ সুবিধা হবে। নিউজিল্যান্ড সফরের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার একটা ব্যাপার তো থাকছেই, সেখানে কে কেমন করে সেটাও দেখা দরকার।’
অন্যদিকে প্রস্তুতি ম্যাচকে সিডনিও থান্ডার্সও দেখছে বেশ ইতিবাচকভাবেই। দলটির সাবেক ক্রিকেটার ও বর্তমান ডিরেক্টর অব ক্রিকেট মাইকেল হাসি বলেন, ‘নতুন মৌসুম শুরুর আগে এমন একটি ম্যাচ দিয়ে আমাদের দারুণ একটা প্রস্তুতি হয়ে যাবে। অপেক্ষায় আছি, বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকার বিপক্ষে আমাদের ক্রিকেটাররা কেমন করে সেটা দেখার।’
চলমান ইংল্যান্ড সিরিজের পরেই মাঠে গড়াচ্ছে টি-টুয়েন্টি ক্রিকেটের জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফ্রাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট চলবে ডিসেম্বরের ১০ তারিখ পর্যন্ত। অন্যদিকে ক্রাইস্টচার্চে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে ২৬ ডিসেম্বর শুরু হবে টাইগারদের নিউজিল্যান্ড সফর। মাঝের সময়টাই অস্ট্রেলিয়ায় ক্যাম্পিং ও প্রস্তুতি ম্যাচের জন্য কাজে লাগানোর পরিকল্পনা করেছে বিসিবি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি