জিম্বাবুয়ে সফরে থাকছেন না অধিনায়ক ম্যাথুজ

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৬

জিম্বাবুয়ে সফরে থাকছেন না অধিনায়ক ম্যাথুজ

নিউ সিলেট ডেস্ক::::  শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ জানিয়েছেন, আসন্ন জিম্বাবুয়ে সফরে দলের সঙ্গে থাকা হচ্ছে না তার। সম্প্রতি করা একটি এমআরআই পরীক্ষায় তার পায়ে ধরা পড়েছে। যেকারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে।
বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেলের সঙ্গে আলোচনা করে জিম্বাবুয়ে সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেন ম্যাথুজ। এই সময়টা বিশ্রাম নিয়ে ফিট হয়ে ওঠার চেষ্টা করবেন তিনি যাতে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দক্ষিণ আফ্রিকা সফরের আগেই ফিট হয়ে উঠতে পারেন এই ডানহাতি অলরাউন্ডার।
জিম্বাবুয়ে সফরে মূল দলেই রাখা হয়েছিল ম্যাথুজের নাম। আগস্টে চোটের কারণে সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে পারেননি তিনি। ম্যাথুজ ধারণা করছিলেন, তিন সপ্তাহের মধ্যে ফিট হয়ে উঠবেন। কিন্তু শেষ পর্যন্ত এমআরআই রিপোর্ট দেখে সিদ্ধান্তে পরিবর্তন আনতে হলো তাকে।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দলের নেতৃত্ব দেবেন রঙ্গনা হেরাথ। আর ম্যাথুজের বদলে দলে জায়গা পেয়েছেন উপল থারাঙ্গা।



This post has been seen 549 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১