স্বৈরশাসনের প্রতিধ্বনী‘আ.লীগের বক্তব্যে

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৬

স্বৈরশাসনের প্রতিধ্বনী‘আ.লীগের বক্তব্যে

নিউ সিলেট ডেস্ক :::  আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে দলটির নেতাদের বক্তব্যে একনায়কতান্ত্রিক স্বৈরশাসনের প্রতিধ্বনী পুনর্ব্যক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ কাউন্সিলের মাধ্যমে গঠিত কমিটি হারানো গণতন্ত্র ফিরিয়ে দিয়ে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবে বলে জনগণ আশা করেছিল। কিন্তু কাউন্সিলে আওয়ামী লীগের সভানেত্রী বলেছেন, বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেওয়া হবে না, যে করেই হোক আওয়ামী লীগকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। তার এই বক্তব্যে আগামী নির্বাচনের পরিণতিটা যে কী ভয়াবহ রূপ নেবে তার ইঙ্গিত বহন করে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ৫ জানুয়ারির একতরফা প্রহসনের নির্বাচন দেশের ৯৫ শতাংশ মানুষ মেনে নেয়নি। বিশ্বের কোনো দেশ এ নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। আবারও দলীয় অনুগত সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হলে তাতে শেখ হাসিনারই অশুভ ইচ্ছা পূরণ হবে, কিন্তু গণতন্ত্র ও নির্বাচনের ঠিকানা হবে আজিমপুর গোরস্থান। এ সময় সবার মতামতের ভিত্তিতে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ অনেকে উপস্থিত ছিলেন।



This post has been seen 463 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১