বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না: ইনু

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৬

বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না: ইনু

নিউ সিলেট ডেস্ক :::  গণতন্ত্র বাঁচাতে এবং বাংলাদেশকে উন্নয়নশীল করার পাশাপাশি জঙ্গিদের কারখানা চিরতরে নির্মুল করতে কোনো অবস্থাতেই বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানবন্ধনে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
মানববন্ধনটির আয়োজন করে জাতীয় যুব জোট
হাসানুল হক বলেন, ‘কোনো অবস্থায় এদেরকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না। কেননা খালেদা জিয়া হলো জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক। খালেদা জিয়ার দল বিএনপি হলো জঙ্গি উৎপাদনের কারখানা। তাই জঙ্গিবাদ নির্মুল করে বাংলাদেশকে নিরাপদ করতে খালেদা জিয়াকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’
খালেদা জিয়া যুদ্ধাপরাধী, জঙ্গি এবং সন্ত্রাসীদের পক্ষের শক্তি উল্লেখ করে জাসদের সভাপতি বলেন, ‘বিএনপির নেত্রী একবার নয় বার বার প্রমাণ করেছেন তিনি সন্ত্রাস ও যুদ্ধাপরাধীদের পক্ষে।’
সাম্প্রতিক জঙ্গি হামলা হয়েছে বিএনপির সমর্থনে মন্তব্য করে ইনু বলেন, ‘জঙ্গিদের জন্য তারা মায়াকান্না করছে। খালেদা জিয়ার দল বিএনপি আবার গণতন্ত্র ও নির্বাচনের কথা বলা শুরু করেছে। কিন্তু এদের সমর্থনেই কিছুদিন আগে নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য জঙ্গি ও সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।’
জাতীয় যুব জোটের সভাপতি রোকোনূজ্জামান রোকনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন, সংগঠনের সদস্য মীর হোসেন আক্তার, সহ-সভাপতি ওবায়দুল হক, শহিদুল ইসলাম, নূরুল আক্তার প্রমুখ।



This post has been seen 490 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১